Gita Gyan : শ্রীকৃষ্ণ কার ডাকে কীভাবে সাড়া দেন, সহজ কথায় বলা আছে গীতায়
Gita Quotes : পৃথিবীতে ভগবানকে একেক জন একেক রূপে ভজনা করে। তাঁরা একেক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। কিন্তু ভগবান কীভাবে সাড়া দেন ?
Gita Quotes : গীতার (Gita) জ্ঞানযোগ। চতুর্থ অধ্যায়। ভগবান অর্জুনকে নিজের সম্পর্কে অবহিত করাচ্ছেন। এই অধ্যায়ের ভগবান বলেছেন কখন কখন অবতীর্ণ হন ভগবান। (Religion) ভগবান কীভাবে দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন। এই অধ্যায়েই ভগবান উল্লেখ করেছেন, ভক্তদের তিনি কীভাবে দেখা দেন। ভক্তদের ডাকে কখন কীভাবে সাড়া দেন তিনি। কীভাবে ভক্তের হিতের কথা মনে করেন তপস্যার ফল দেওয়ার আগে। এই অধ্যায়ের একটি শ্লোকে ভগবান বলছেন -
যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্ ।
মম বর্জ্ঞানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সৰ্বশঃ ৷৷১১
এর অর্থ, হে অর্জুন (Arjun) ! যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন, আমিও সেইভাবেই তাঁর ভজনা করি ; কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথই অনুসরণ করে । অর্থাৎ যে ভক্ত ভগবানকে যে রূপে ডাকে, ভগবান তাঁর চোখের সামনে সেই রূপেই অবতীর্ণ হন। ঈশ্বর তাঁর ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন, যারা যেভাবে তাঁর প্রতি আত্মসমর্পণ করে, তিনি তাঁদেরকে সেভাবেই পুরস্কৃত করেন। আসলে সর্বতোভাবে সকলেই ভগবানের পথ অনুসরণ করে।
আসলে পৃথিবীতে ভগবানকে একেক জন একেক রূপে ভজনা করে। তাঁরা একেক রূপে ঈশ্বরকে কল্পনা করে নেয়। ভক্তরা বিভিন্ন ভাবে তাঁর পুজো করেন। কেউ তাঁকে ডাকেন বালগোপাল রূপে, কোউ নারায়ণ রূপে, কেউ রাম-রূপে, কেউ বিষ্ণু রূপে। আবার কেউ সাধনার সময় দেখতে পান গোপিনীদের সঙ্গে লীলাখেলায় রত শ্রীকৃষ্ণকে। আসলে নিজ নিজ চিন্তা অনুসারে ভক্তরা তাঁকে পৃথক পৃথক রূপে দেখে।
ভগবানও তাঁদের চিন্তা অনুসারে সেই সেই রূপেই দর্শন দেন। তিনি শ্রীবিষ্ণুরূপের উপাসকদের শ্রীবিষ্ণুরূপে, শ্রীরামরূপের উপাসকদের শ্রীরামরূপে, শ্রীকৃষ্ণরূপের উপাসকদের শ্রীকৃষ্ণরূপে, শ্রীশিবরূপের উপাসকদের শ্রীশিবরূপে, দেবীরূপের উপাসকদের দেবীরূপে দর্শন দেন।
ভগবান বুঝিয়েছেন, নিজের সখা মনে করে তাঁকে ডাকলে তিনি তাঁর কাছে বন্ধুর মতো ব্যবহার করেন । যে নন্দ-যশোদার মতো পুত্র মনে করে তাঁকে পুত্রের স্নেহে ডাকে, তার সঙ্গে তিনি পুত্রের মতোই তিনি আচরণ করেন। যে রুক্মিণীর ন্যায় স্বামীর মতো ভালবাসা ও ভক্তি সহকারে মনে করে, ভজনকারীদের সঙ্গে ভগবান পতির মতোই আচরণ করেন। আসলে ভগবান বলতে চেয়েছেন, তিনি ভক্তদের সঙ্গে প্রেম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, যাতে সকলে তাঁকে দেখে শেখে।
আরও পড়ুন :