Bankura News: পরম্পরা মেনেই কালীপুজোর দিনেই দুর্গাপুজোয় মেতে উঠেছে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার
Kali Puja History : জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি।

তুহিন অধিকারী, বাঁকুড়া : আজ কালীপুজো। শক্তির আরাধনা। কালীঘাট থেকে ঠনঠনিয়া, নন্দীকেশ্বরী থেকে তারাপীঠ। দিকে দিকে শক্তির আরাধনা, মঙ্গলারতি। সাড়ম্বরে চলছে বিশেষ যজ্ঞ। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা রাজ্যের বিভিন্ন মন্দির চত্বর। চারদিকে যখন কালী শক্তির আরাধনা আর আলোর উৎসবে মেতেছেন মানুষ, ঠিক তখনই এক প্রকার নিঃশব্দেই দেবী দুর্গার আরাধনায় মেতেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বোলতলার পাটরাপাড়া রক্ষিত পরিবার।
আজ থেকে আনুমানিক ২০০ বছর আগে রক্ষিত পরিবারের ব্যবসা ছিল রেশম গুটির। কথিত আছে, কোনও একদিন রক্ষিত পরিবারের এক পূর্বপুরুষ পুরুলিয়ার কোনো এক জঙ্গলে গিয়েছিলেন রেশম গুটি তোলার জন্য। সারাদিন রেশম গুটি তোলার পর ক্লান্ত হয়ে গাছের নীচেই ঘুমিয়ে যান ওই ব্যক্তি। এর পর দেবী দুর্গা স্বপ্নাদেশ দেন কালীপুজোর সন্ধিক্ষণে রক্ষিত পরিবারে তাঁকে শিব-দুর্গা রূপে প্রতিষ্ঠা করার জন্য। বাড়িতে এসে ঘটনার কথা রক্ষিত পরিবারের ওই পূর্বপুরুষ জানান। এর পরেই মাকে কালীপুজোর দিনেই শিব দুর্গার মূর্তি করে পুজো করা হয় রক্ষিত পরিবারে। শিব দুর্গার পাশেই বিরাজমান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। মাকে নিজের ঘরের মেয়ে রূপেই পূজিত করা হয় রক্ষিত পরিবারে। দুর্গাপুজোর রীতি রেওয়াজ মেনে সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমীও করা হয়। সেই পুরনো রীতি রেওয়াজ মেনে আজও রক্ষিত পরিবারে বংশ পরম্পরায় কালীপুজোর দিনেই দেবী দুর্গার পুজো করে আসছেন বর্তমান প্রজন্মের সদস্যরা।.
জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিলেন, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।
এদিকে সতীপীঠগুলির মধ্য়ে অন্য়তম কালীঘাট (Kalighat)। আজ কালীপুজো উপলক্ষ্য়ে বিশেষ আয়োজনে সাজানো হয়েছে মা দক্ষিণা কালীকে। কালীপুজোর পাশপাশি আজ হবে মা লক্ষ্মীর পুজোও। সকাল থেকেই ভিড় সামাল দিতে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। Kali Puja 2025























