Chandrayaan 3 Landing LIVE: চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ
Chandrayaan 3 Landing Live Updates: চন্দ্রপৃষ্ঠে আজ অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশযানের। ভারতের দিকে নজর গোটা বিশ্বের।
LIVE

Background
ISRO News: চন্দ্রযান ৩ - এর সাফল্যে ভারতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছাবার্তা রাশিয়ার প্রেসিডেন্টের
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩। প্রথমে ল্যান্ডার বিক্রম তারপর রোভার প্রজ্ঞান, দু'ক্ষেত্রেই সফল অবতরণ হয়েছে। আর সেই প্রসঙ্গেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ISRO Chandrayaan 3 Mission Live: প্রজ্ঞান রোভারের চাকায় রয়েছে অশোর স্তম্ভের প্রতীক
প্রজ্ঞান রোভারের চাকায় রয়েছে অশোর স্তম্ভের প্রতীক। চাঁদের মাটিতে পথচলা শুরু করতেই সেখানে ছাপ পড়ছে অশোক স্তম্ভের। বুধবার থেকেই শুরু হল চন্দ্রদিন। অর্থাৎ চাঁদের দিন। ওই সময় চাঁদের ওই প্রান্তে পড়বে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন যা চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩।
ISRO News: চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ
চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ
ISRO Chandrayaan 3 Mission Live: আরও কিছুক্ষণ পরে চাঁদের মাটিতে নামবে রোভার
এখন চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করছে বিক্রম। ঘণ্টাদুয়েক পরে চাঁদের মাটিতে নামবে রোভার।
ISRO News: অধোগমনের সময়ও ক্যামেরাবন্দি চন্দ্রপৃষ্ঠ, ছবি পাঠাল ল্যান্ডার 'বিক্রম'
চাঁদের মাটি ছোঁয়ার পর ISRO-র দফতরের সঙ্গে সংযোগ স্থাপন ল্যান্ডার বিক্রমের। অধোগমনের সময় তোলা ছবিও পাঠাল সে। প্রকাশ করল ISRO. খানাখন্দে ভরা ধূসর চন্দ্রপৃষ্ঠের ঝলক পাওয়া গিয়েছে তাতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
