এক্সপ্লোর
Falling Birth Rate : ‘ঠেকানো যাবে না মানবসভ্যতার বিলুপ্তি’, কয়টি করে সন্তান নেওয়া উচিত, জানালেন বিজ্ঞানীরা
Human Extinction: সন্তানধাণে অনীহা দেখা দিচ্ছে। কার্যকারণ একাধিক। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/12

মানবজাতির অস্তিত্ব কি বিপন্ন? যে হারে শিশুর জন্মের হার কমছে, তাতে ঘুরেফিরে উঠে আসছে এই প্রশ্ন। সেই নিয়ে এবার একটি গবেষণাপত্র প্রকাশিত হল। মানবজাতির বিলুপ্তি ঠেকাতে গেলে প্রত্যেক মহিলার ক’টি করে সন্তান ধারণ করা উচিত, তা বেঁধে দেওয়া হয়েছে ওই গবেষণাপত্র।
2/12

গত ৩০ এপ্রিল PLOS One জার্নালে জাপানের গবেষকরা মানুবজাতির ভবিষ্যৎ নিয়ে খুঁটিনাটি তথ্য তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন, উন্নয়নশীল দেশগুলিতে শিশুর জন্মের হার লাগাতার কমছে। এমন চলতে থাকলে একসময় মানবজাতির বিলুপ্তি ঘটবে।
Published at : 03 May 2025 10:14 AM (IST)
আরও দেখুন






















