Sunita Williams: রাজনীতির শিকার! ইচ্ছে করে ফেরানো হয়নি? অভিযোগ ট্রাম্পের, ওড়ালেন সুনীতা উইলিয়ামস
Donald Trump: সুনীতা এবং ব্যারির পৃথিবীতে ফিরে আসা বার বার পিছিয়ে গিয়েছে।
নয়াদিল্লি: অভিযান ছিল মাত্র কয়েক দিনের। কিন্তু নয় নয় করে আট মাস পর। এখনও মহাকাশে আটকে ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। সব ঠিক থাকলে আর কিছুদিন পরই পৃথিবীতে এসে পৌঁছবেন তাঁরা। কিন্তু এই মুহূর্তে তাঁদের নিয়েও রাজনৈতিক তরজা আমেরিকায়। (Sunita Williams)
সুনীতা এবং ব্যারির পৃথিবীতে ফিরে আসা বার বার পিছিয়ে গিয়েছে। আপাতত ঠিক হয়েছে, ১৯ মার্চ পৃথিবীর মাটি ছোঁবেন তাঁরা। আর তার আগেই চাঞ্চল্যকর দাবি করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর সহযোগী, ধনকুবের ইলন মাস্ক। পূর্বতন জো বাইডেন সরকারের দিকে আঙুল তুললেন তাঁরা। (Donald Trump)
আমেরিকার একটি টিভি চ্যানেলকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে ট্রাম্প এবং মাস্ক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। দীর্ঘ আট মাস ধরে মহাকাশে সুনীতা এবং ব্যারির আটকে থাকা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “সুনীতা উইলিয়ামস-সহ NASA-র মহাকাশচারীদের পরিত্যাগই করতে চেয়েছিলেন জো বাইডেন।” প্রায় সঙ্গে সঙ্গেই মাস্ক বলে ওঠেন, “রাজনৈতিক কারণেই মহাকাশে ফেলে রাখা হয়েছিল ওঁদের। মোটে ভাল কথা নয়।”
সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনতে, বাইডেন জমানাতেই যদিও মাস্কের সংস্থা SpaceX-কে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ট্রাম্পের দাবি, বাইডেন সরকার ছাড়পত্রই দেয়নি। তাঁর কথায়, “উনি (বাইডেন) মহাকাশেই ফেলে রাখার পক্ষপাতী ছিলেন। ভাবা যায়? আমার মনে হয়, এত মাতামাতিও পছন্দ হচ্ছিল না ওঁর।”
মাস্কের দাবি, ট্রাম্পের নির্দেশ মতো সুনীতা এবং ব্যারিকে ফিরিয়ে আনার কাজে জোর দিয়েছেন তিনি। বার বার যেভাবে পৃথিবীতে তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ আটকে যাওয়াকে ‘হাস্যকর’ বলেও উল্লেখ করেন মাস্ক। জানান, নিজের বড়াই করতে চান না তিনি, কিন্তু আগেও মহাকাশ থেকে লোকজনকে ফিরিয়ে আনতে সফল হয়েছে তাঁর সংস্থা।
তবে ট্রাম্প এবং মাস্ক এই অভিযোগ করলেও, মহাকাশে আটকে থাকা নিয়ে একেবারে ভিন্নমত সুনীতা এবং ব্যারির। তাঁরা জানিয়েছেন, মহাকাশে আটকে পড়ে নেই তাঁদের। কেউ তাঁদের ফেলে যায়নি। মহাকাশ অভিযান নিয়ে সঠিক ধারণা নেই যাঁদের, তাঁরাই এসব বলতে পারেন বলে জানান ব্যারি। সুনীতা জানান, সবার আগে এই ধারণা পাল্টানো প্রয়োজন। আটকে থাকা, ফেলে রেখে যাওয়ার পরিবর্তে নিজেদের মহাকাশ অভিযানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সবরকম পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত মহাকাশচারী হিসেবেই তুলে ধরতে চান তাঁরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA অগাস্ট মাসেই সুনীতা এবং ব্যারিকে ফেরানোর জন্য SpaceX-এর উল্লেখ করে। তখনও আমেরিকার মসনদে ফেরেননি ট্রাম্প। মাস্কও তাঁর সহযোগী নিযুক্ত হননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
