Chandrayaan 3: 'চাঁদমামার উঠোনে যেন খেলা করছে কোনও শিশু', নিরাপদ রাস্তার খোঁজে রোভার 'প্রজ্ঞান'
Rover Pragyan: সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ একটি ভিডিও পোস্ট করে ইসরো লিখেছে, 'দেখে মনে হচ্ছে যেন চাঁদমামার উঠোনে খেলা করছে একটি শিশু। আর তাকে স্নেহের চোখে দেখছেন মা। তাই না?'
Chandrayaan 3: চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface) ঘুরপাক খাচ্ছে রোভার 'প্রজ্ঞান' (Rover Pragyan)। নিরাপদ রাস্তা খুঁজছে সে। আর রোভারের এই ঘুরপাক খাওয়ার দৃশ্যই ধরা পড়েছে একটি ল্যান্ডার ইমেজার ক্যামেরায় (Lander Imager Camera)। রোভার 'প্রজ্ঞান'- এর চন্দ্রপৃষ্ঠে এই বিচরণের ঘটনাকে ভারী সুন্দরভাবে বর্ণনা করেছে ইসরো। সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ একটি ভিডিও পোস্ট করে ইসরো লিখেছে, 'দেখে মনে হচ্ছে যেন চাঁদমামার উঠোনে খেলা করছে একটি শিশু। আর তাকে স্নেহের চোখে দেখছেন মা। তাই না?'
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 31, 2023
The rover was rotated in search of a safe route. The rotation was captured by a Lander Imager Camera.
It feels as though a child is playfully frolicking in the yards of Chandamama, while the mother watches affectionately.
Isn't it?🙂 pic.twitter.com/w5FwFZzDMp
গত ২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। সফলভাবেই সফট ল্যান্ডিং হয়েছিল চন্দ্রযান ৩ - এর ল্যান্ডারের। এর ঘণ্টা তিনেক পর ল্যান্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। চাঁদের বুকে কেমন আছে চন্দ্রযান ৩ - এর এই দুই অংশ, সেই প্রসঙ্গে নিয়মিতই আপডেট দিচ্ছে ইসরো। সম্প্রতি রোভারের চোখে ল্যাডার 'বিক্রম' কেমন, সেই ছবিও প্রকাশ করেছে ইসরো। সেই পোস্টে ইসরো (ISRO) জানিয়েছিল, এই 'image of the mission' তুলেছে রোভার প্রজ্ঞানে থাকা নেভিগেশন ক্যামেরা ন্যাভক্যাম (NavCam)। চন্দ্রযান ৩ (Chandrayaan 3) অভিযানে যে ন্যাভক্যাম (NavCam) রয়েছে সেটি তৈরি করেছে ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিকস সিস্টেম (LEOS)। বেঙ্গালুরুর (Bengaluru) পেন্যা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে রয়েছে এই LEOS-এর গবেষণাগার।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 30, 2023
Smile, please📸!
Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.
The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).
NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE
ইতিমধ্যেই একাধিক তথ্য পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। রোভার ও ল্যান্ডারের সব পেলোডই ঠিকমতো কাজ করছে বলে দফায় দফায় জানিয়েতে ইসরো। আপাতত, হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার 'প্রজ্ঞান'।