Total Solar Eclipse: ধাপে ধাপে সূর্যকে ঢাকবে চাঁদ, ৫৪ বছর আগেই ২০২৪-এর পূর্ণগ্রাস গ্রহণের ভবিষ্যদ্বাণী
Total Solar Eclipse Predictions: ১৯৭০ সালে আমেরিকার ওহায়োর একটি সংবাদপত্রে গ্রহণের খবর ছাপা হয়েছিল।
কলকাতা: মাত্র কয়েক সেকেন্ডের জন্য নয়, ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য দেখা মিলবে না সূর্যের। আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ কার্যতই ঢেকে ফেলবে সূর্যকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই দৃশ্য দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। কিন্তু ২০২৪ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কেমন হবে, ৫৪ বছর আগেই তার ভবিষ্যদ্বাণী হয়ে গিয়েছিল। এমনকি পৃথিবী থেকে কেমন দেখতে লাগবে সূর্যকে, তার ছবিও তুলে ধরা হয়েছিল সকলের সামনে। (Total Solar Eclipse)
১৯৭০ সালে আমেরিকার ওহায়োর একটি সংবাদপত্রে গ্রহণের খবর ছাপা হয়েছিল। ওই দিন লক্ষ লক্ষ মানুষ সূর্যগ্রহণ দেখেছেন বলে জানানো হয় খবরে। ২০২৪ সালে পৃথিবীবাসী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন বলেও জানানো হয়। খবরের শিরোনাম ছিল, 'গ্রহণ দেখলেন কয়েক লক্ষ, পরবর্তী গ্রহণ ২০২৪ সালে'। ৫৪ বছর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কেমন হবে, ধাপে ধাপে কীভাবে সূর্যকে ঢেকে দেবে চাঁদ, তার বেশ কিছু ছবিও ছাপা হয় প্রতিবেদনের উপরে। (Total Solar Eclipse Predictions)
এবছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আগে ৫৪ বছর আগে প্রকাশিত খবরের কাগজের ওই বিশেষ অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে স্তম্ভিত সকলে। একেবারে নিখুঁত ভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর পর মুহূর্তগুলি ওই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে বলে মত সকলের। সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী কেউ কেউ। দেখে চমকেও উঠেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, 'মহাজাগতিক ঘটনার ভবিষ্যদ্বাণীটি সত্যিই চমকপ্রদ। ব্রহ্মাণ্ডের আকর্ষণ যে কী, তা বোঝা যায় এ থেকেই। সংবাদপত্রের একটি পাতাতেই বিজ্ঞান এবং ইতিহাসের মিলন ঘটেছে'।
Enjoy your screenshot and...
— Pikaso (@pikaso_me) March 19, 2024
Get 10 stickers for $1: https://t.co/IGW12ygmK5 pic.twitter.com/hg9O1YKmWk
আর এক ব্যক্তি লেখেন, '১৯৭০ সালে ২০২৪-এর সূর্যগ্রহণ নিয়ে ভবিষ্যদ্বাণী। অভূতপূর্ব। সংবাদপত্রটি হাতে নিয়ে সেই সময় কী বলছিলেন তখনকার মানুষ জন: '২০২৪ এখনও অনেক দেরি। ততদিন কি পৃথিবী টিকে থাকবে'?' অন্য আর এক জন লেখেন, 'ভবিষ্যদ্বাণীর বিষয়টি বরাবরই বেশ আকর্ষণীয়। বিজ্ঞান এবং রহস্যের মধ্যে একচিলতে ফারাক। মহাজাগতিক বস্তুর সমান্তরাল অবস্থান অভূতপূর্ব, ব্রহ্মাণ্ডের ব্যাপ্তি কত, তা বুঝিয়ে দেয়। কত জটিল এর গঠন, বুঝতে পারি আমরা'।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যখন সূর্যকে ঢেকে দেয় চাঁদ। আয়তনে চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে, যা দেখে মনে হয়, চাঁদকে ঘিরে যেন ঠিকরে পড়ছে আলো।
এমনিতে বছরভর গ্রহণ দেখা গেলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সচরাচর ঘটে না। তাই ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। আগামী ৮ এপ্রিল মেক্সিকোর উত্তর-পশ্চিম অংশ, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভ্যানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, কানাডার ওন্টারিও, কোয়েবেক, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২৬ সালের ১২ অগাস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আটলান্টিক মহাসাগর থেকে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন পৃথিবীবাসী।