শারদ আনন্দ
দুর্গাপুজো। শরতের অতি জনপ্রিয় এই পুজো "শারদোৎসব" বা "দুর্গোৎসব" নামেও পরিচিত। বাংলার সবথেকে বড় উৎসব। দেশের অন্য প্রান্তেও পালিত হয় এই উৎসব। অশুভ শক্তি মহিষাসুরকে হারিয়ে শুভ শক্তি দেবী দুর্গার জয়কে উদযাপন করা হয় এই সময়। গোটা দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দে মেতে ওঠার মুহূর্ত এটা।
উৎসবের এই মহিমাকে গোটা বিশ্বে তুলে ধরার জন্য, বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এবিপি আনন্দ। দর্শকদের জন্য এবিপি আনন্দের বিশেষ এই নিবেদন "এবিপি আনন্দ শারদ আনন্দ।" আগামী ৫০ দিন ধরে পুজোর ৩৬০ ডিগ্রি কভারেজ তুলে ধরা হবে এখানে।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে দুর্গাপুজো নিয়ে বাংলায় সবথেকে বড় অনুষ্ঠান সঞ্চালিত হয়- এবিপি আনন্দ শারদ আনন্দ। গোটা উৎসবের মরসুমে এভাবেই মানুষের সঙ্গে সংযুক্ত থাকে আমার আপনার সকলের এবিপি আনন্দ।
প্রোমোশন ২০২১
প্রোমো ভিডিও
মিডিয়া পার্টনার
রেডিও জিঙ্গলস
প্রোমোশন ২০২২
প্রোমো ভিডিও
মিডিয়া পার্টনার
রেডিও জিঙ্গলস
প্রোমোশন ২০২৩
প্রোমো ভিডিও
মিডিয়া পার্টনার
রেডিও জিঙ্গলস
গ্রিনপ্লাই মোস্ট ইকো-ফ্রেন্ডলি পুজো-২০২৩
রাজডাঙা নব উদয় সঙ্ঘ
মেট্রোপলিটান দুর্গা মন্দির
বাদামতলা আষাঢ় সঙ্ঘ
অনুষ্ঠানের বিবরণ
SN | Segment | Description |
---|---|---|
1 | করুক মাথা থিম-থিম | কলকাতার দুর্গাপুজোর পরিচয় তার থিম (চিন্তাভাবনা, মণ্ডপ, প্রতিমা)। পুজো মানেই মণ্ডপে মণ্ডপে আকর্ষণীয় থিমের লড়াই। গতবার কলকাতার একটি পুজোমণ্ডপ তৈরি হয়েছিল ভ্য়াটিকানের সেন্ট পিটার্স ব্য়াসিলিকার আদলে। সেলিব্রিটি/রিপোর্টাররা মণ্ডপে গিয়ে থিম তুলে ধরবেন। দেখাবেন, কোথায় তা সবার থেকে আলাদা, শিল্পীর চোখে তা কোথায় স্বতন্ত্র, শিল্পের বিবর্তন, গ্রামীণ শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই। Wheel-এ তা স্টোরি আকারে চলবে। |
2 | পুজোর আড্ডা | পুজোর দিনে সেলিব্রিটিদের স্পেশাল চ্য়াট। নামকরা সেলিব্রিটিদের সঙ্গে আড্ডায় জানার চেষ্টা, তাঁদের এবারের পুজো কেমন কাটছে, কলকাতার পুজো কতটা পাল্টেছে। ফ্য়াশন ট্রেন্ড থেকে খাওয়া দাওয়া, সবই উঠে আসবে আলাপচারিতায়। পুজোর সময় সেলিব্রিটিদের দিনযাপনে নজর রাখতে পারবেন আপনারাও। |
3 | পুজো পার্সোনাল | রাজনীতিকদের পুজো এবং পুজোয় জনসংযোগ। |
4 | তারকার চোখে তারকা পুজো | মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজোর থিম, প্রস্তুতি, আলোকসজ্জা, প্রতিমা দেখাবেন সেলিব্রিটিরা। কথায় কথায় উঠে আসবে তাদের ছবি এবং OTT রিলিজের প্রসঙ্গও। |
5 | আকাশ পথে পুজো | গত বছর প্রথম বাংলা খবরের চ্য়ানেল হিসেবে এই অভিনব উদ্য়োগ নিয়েছিল এবিপি আনন্দ। বাংলা খবরের চ্য়ানেলের ইতিহাসে প্রথমবার, পুজোর ৬ দিন ড্রোনের মাধ্য়মে কলকাতার বিখ্য়াত পুজোগুলোর ছবি তুলে ধরেছিলাম আমরা। এবিপি আনন্দর পর্দায় পাখির চোখে পুজো দেখেছিল দর্শক। এবারও এবিপি আনন্দে, সেভাবেই আকাশ থেকে তোলা মণ্ডপ, আলোকসজ্জার ছবি দেখতে পাবেন দর্শক। |
6 | পুজো দেখুন ঘরে বসে | দর্শকদের জন্য় প্রতিবারই এই উদ্য়োগ নেয় এবিপি আনন্দ। থিম ও সাবেকি মিলিয়ে, ৮টি নাম করা পুজো বেছে নিয়ে, একাধিক ক্য়ামেরায় সেখানকার পুজোর সরাসরি সম্প্রচার করি আমরা। ৫ দিন ধরে পুজোর প্রতিটি রীতি, প্রতিটি আচারের ছবি সরাসরি দেখতে পান দর্শক। এবারও সেই এক্সক্লুসিভ ছবি দেখা যাবে শুধুমাত্র এবিপি আনন্দে। |
7 | শারদ আনন্দ সম্মান ২০২৩ | এবারও সেরা পুজোগুলোর হাতে আমরা তুলে দেব শিরোপা। যা এবিপি আনন্দর পুজো কভারেজের অন্য়তম প্রধান আকর্ষণ। মণ্ডপ থেকে থিম, আলোকসজ্জা থেকে প্রতিমা, চিন্তাভাবনা থেকে পুজো কমিটি--- চুলচেরা বিশ্লেষণের পর বেছে নেওয়া হবে কোন বিভাগে কে সেরা। কোভিডের পর আলাদা গুরুত্ব পাবে সুরক্ষার বিষয়টি। ৬০টি ক্য়াটেগরির পাশাপাশি ৪০টি পুজো পাবে জুরি সম্মান। ৫ দিন ধরে চলবে পুরস্কার বিতরণ। |
8 | জেলার সেরা পুজো | শারদ আনন্দ সম্মানের জেলা ভার্সন। প্রতিটি জেলায় দেওয়া হবে ৫টি করে পুরস্কার। পঞ্চমী থেকে নবমী অবধি পাঁচদিন ধরে সেরা পুজোগুলির হাতে তুলে দেওয়া হবে শিরোপা। |
9 | প্রবাসে পুজো | ইউরোপ, এশিয়া-সহ বিভিন্ন অংশের পুজোর ছবি ক্য়াপসুল আকারে সম্প্রচার। |
10 | দুর্গাপুজো অ্য়ানিমেশন | বর্তমান আর্থ-সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিকে মজার মোড়কে পেশ করে, রাজনৈতিক নেতাদের RAP |
11 | পুজোর কেস বুক | ফেসবুকের আদলে অ্য়ানিমেটেড অনুষ্ঠান। প্রত্য়েক এপিসোডে এই অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাবে অ্য়ানিমেশনের দেবদেবীদের। |
12 | ভানু উকিল ও জহর বিচারক | ভানু উকিল এবং জহর বিচারকের এজলাসে দেবদেবীদের মধ্য়ে কথোপকথন। (আপ কি আদালতের আদলে) |