এক্সপ্লোর
২০২০ টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পাপুয়া নিউ গিনি, আয়ারল্যান্ডের
নাইজেরিয়াকে হারিয়ে আয়ারল্যান্ডও টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আরও চারটি দল যোগ্যতা অর্জন করবে।

দুবাই: উত্তেজক ম্যাচে কেনিয়াকে ৪৫ রানে হারিয়ে ২০২০ টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল পাপুয়া নিউ গিনি। এই প্রথম পুরুষদের টি-২০ বিশ্বকাপে খেলবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি। নাইজেরিয়াকে হারিয়ে আয়ারল্যান্ডও টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আরও চারটি দল যোগ্যতা অর্জন করবে। কেনিয়ার বিরুদ্ধে ম্যাচের শুরুতে অবশ্য ১৯ রানেই ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল পাপুয়া নিউ গিনি। তবে সেখান থেকে নর্ম্যান ভানুয়া (৫৪) ও সেসে বাউয়ের (১৭) পাল্টা লড়াইয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় তারা। ১৯.৩ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউ গিনি। ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, বোলারদের সৌজন্যে জয় পায় পাপুয়া নিউ গিনি। কেনিয়ার ওপেনার ইরফান করিম (২৯) ছাড়া আর কোনও ব্যাটসম্যান ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ৭৩ রানে অলআউট হয়ে যায় কেনিয়া। ফলে জয় পায় পাপুয়া নিউ গিনি।
কেনিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতার পরেও টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার জন্য নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হয় পাপুয়া নিউ গিনিকে। এই ম্যাচে নেদারল্যান্ডস ১২.৩ ওভারে ১৩০ রান করতে পারলেই নেট রান রেটে পাপুয়া নিউ গিনিকে পিছনে ফেলে দিত। কিন্তু নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা সেটা করতে ব্যর্থ হন। ফলে পাপুয়া নিউ গিনিই টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে।The moment PNG qualified for the #T20WorldCup!
Look how much it means to them! pic.twitter.com/F2PM64vAcn — T20 World Cup (@T20WorldCup) October 27, 2019
????????✈️???????? @Cricket_PNG are off to the #T20WorldCup Australia!
Congratulations to the Mighty Barras! ???? https://t.co/Hda6evHHPp — ICC (@ICC) October 27, 2019
Papua New Guinea have qualified for the @T20WorldCup!
Some of the game's greats have heaped praise on them ???? https://t.co/Jv8WAsAkMX — ICC (@ICC) October 27, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















