Jadeja in IPL: সিএসকে-জাডেজা সম্পর্কে চিড়! তারকা অলরাউন্ডারকে নিতে এই দলগুলি ঝাঁপাতে পারে
Ravindra Jadeja in IPL: ২০১২ সালে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তবে গত মরসুমের পর থেকেই তাঁর সঙ্গে সিএসকের সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা তুঙ্গে।
নয়াদিল্লি: রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মধ্যকার সম্পর্ক নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়। জাডেজার সিএসকেকে নিয়ে পোস্ট ডিলিট করাকে কেন্দ্র করেই জল্পনার শুরু। হাওয়া দেখে অনেকেই অনুমান করছেন সম্ভবত আর আইপিএলে (IPL) সিএসকের হলুদ জার্সিতে আর দেখা যাবে না জাড্ডুকে।
রবীন্দ্র জাডেজা বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। গত বছর আইপিএল মরসুমটা দুঃস্বপ্নের মতো কাটলেও, ব্যাট হোক বা বল, জাডেজা একা হাতেই যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের রঙ বদলে ফেলার ক্ষমতা রাখেন। তাই তিনি যদি শেষমেশ সিএসকে ছাড়েনই, তাহলে তাঁকে যে দলে নিতে আগ্রহী ফ্রাঞ্চাইজির অভাব হবে না, তা বলার অপেক্ষা রাখে না। তবে গত মরসুমে সিএসকের সবথেকে দামি খেলোয়াড় ছিলেন জাডেজা. তাঁকে দলে নিতে যে বেশ মোটা টাকা খরচ করতে হবে, তা বলাই বাহুল্য। কোন কোন দলগুলি বিশেষ করে জাডেজাকে দলে নেওয়ার জন্য ছুটতে পারে?
কলকাতা নাইট রাইডার্স
গত মরসুমে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারিনি কলকাতা নাইট রাইডার্স। কেকেআর দলে অলরাউন্ডারদের কমতি তেমন নেই। তবে আন্দ্রে রাসেল ছাড়া ব্যাটে বলে, উভয় বিভাগেই সমানভাবে দক্ষ, এমন অলরাউন্ডার দলে নেই। সুনীল নারাইন, নীতিশ রানা, প্যাট কামিন্সরা অলরাউন্ডার হলেও, তাঁরা এক বিভাগেই বেশি দক্ষ। যেহেতু বিদেশি খেলোয়াড়ের সংখ্যা যে কোনও দলেই সীমাবদ্ধ থাকে, তাই কামিন্সদের সকলকে দলে একসঙ্গে খেলাতেও সমস্যায় পড়তে হয় নাইটদের। জাডেজা সবদিক থেকেই নাইটদের এই সবকয়টি সমস্যার সমাধান করবেন। তাই সুযোগ পেলেও, তাঁর পিছনে না ছোটাটা কিন্তু বোকামি হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু বরাবরই তারকাখচিত দল। কিন্তু দলের ভারসাম্য বজার রাখার জন্য প্রয়োজন অলরাউন্ডারের। সেই অলরাউন্ডেরর অভাবেই বারবার অতীতে ডুবতে হয়েছে আরসিবিকে। হালে শাহবাজ আহমেদ, ডেভিড উইলির মতো অলরাউন্ডাররা আরসিবির হয়ে খারাপ পারফর্ম করেননি। দলের আইপিএল পারফরম্যান্সে তাই উন্নতি ঘটেছে। কিন্তু সত্যি বলতে তাঁরা কেউই জাডেজার মতো মহাতারকা নন। তাই আরসিবি জাডেজার পিছনে না ছুটলেই বরং অবাক হতে হবে।
পঞ্জাব কিংস
আরসিবির থেকে পঞ্জাব কিংসের অবস্থাটা একটু পৃথক। আরসিবিতে তারকা অলরাউন্ডারের অভাব থাকলেও, পঞ্জালে লিয়াম লিভিংস্টোন, ওডিন স্মিথের মতো অলরাউন্ডাররা রয়েছেন। তবে লিভিংস্টোনদের কাছে জাডেজার মতো অভিজ্ঞতা নেই। জাডেজা যদি পঞ্জাবের দলে যোগ দেন, তাহলে পঞ্জাবের দলের গভীরতা তো বাড়বেই. পাশাপাশি একজন প্রমাণিত ম্যাচ উইনারও পাবে দল। এছাড়া জাডেজার মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে যোগ দিলে, ময়ঙ্ক আগরওয়ালেরও অধিনায়কত্ব করায় সুবিধা হবে।
আরও পড়ুন: ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন আইরিশ তারকা কেভিন ও'ব্রায়ান