এক্সপ্লোর
Advertisement
চতুর্থ ওয়ানডে-তে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
নর্থ সাউন্ড (অ্যান্টিগা): স্লো ব্যাটিংয়ের খেসারত দিয়ে অ্যান্টিগায় চতুর্থ একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হারল ভারত। ফলে ৫ ম্যাচের এই সিরিজ নিয়ে আগ্রহ অবশিষ্ট রইল এখনও।
ওয়ান ডে সিরিজ জুড়েই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিংয়ে কাঁপুনি চলছে। প্রথমে ব্যাট করে এদিন ৯ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জ খাড়া করে তারা। কিন্তু সফররত টিমের প্রচণ্ড স্লো ব্যাটিংয়ে সহজ জয় হাতছাড়া হয়ে যায়। বিশেষত মহেন্দ্র সিংহ ধোনি ১১৪ বল খেলে করেন মাত্র ৫৪ রান।
শেষ ৫ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল মোটে ৩১ রান। ক্রিজে ছিলেন ধোনি ও হার্দিক পাণ্ড্য। তা সত্ত্বেও ৪৯.৪ ওভারে ১৭৮ রানে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায়।
৩৫ থেকে ৪৫ ওভারে মাত্র ২৩ রান তোলে বিরাট কোহলি বাহিনী।
ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন জ্যাসন হোল্ডার ২৭ রানে ৫ উইকেট নেন। বিরাটকে আউট করেন তিনি, তুলে নেন হার্দিক পাণ্ড্যকেও।
ওপেনার আজিঙ্ক্য রাহানে পরপর ৪টি ৫০ করলেন। এদিন তিনি করেন ৬০। শিখর ধবন, বিরাট কোহলি ও দীনেশ কার্তিকের উইকেট পরপর পড়লেও ক্রিজে রাহানে ও ধোনি থাকায় ম্যাচ তখনও হাতে ছিল। কিন্তু ম্যাচ সম্ভবত হাত থেকে বেরিয়ে যায় ধোনির দৌলতে। এটিই সম্ভবত তাঁর ধীরতম অর্ধশতরান। ৫০ করতে ১০৮ বল খেলেন তিনি, প্রথম ৪ মারেন ১০৩তম বলে।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে রান পান এভিন লুইস (৩৫) ও কেইলি হোপ (৩৫)। ৫৭ রান তোলে ওপেনার জুটি। তারপর হার্দিক পাণ্ড্য হোপকে আউট করেন। তিনি ৪০ রানে ৩ উইকেট পেয়েছেন, চায়নাম্যান বোলার কুলদীপ যাদব পেয়েছেন ৩১ রানে ২ উইকেট। উমেশ যাদব ৩৬ রানে ৩ উইকেট পায়।
বৃহস্পতিবার কিংসটনে হবে এই সিরিজের শেষ ম্যাচ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement