এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
‘আমি দাদার ভক্ত, ও নিশ্চয়ই ক্রিকেটের উন্নতির স্বার্থে কাজ করবে,’ আইসিসি চেয়ারম্যান পদে সৌরভকে দেখতে চাইছেন সঙ্গকারা
আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য সঙ্গাকারার পাশাপাশি ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথেরও সমর্থন পেয়েছেন সৌরভ।
নয়াদিল্লি: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি এবার আইসিসি চেয়ারম্যান পদে দেখা যাবে? এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা জানিয়েছেন, তিনি সৌরভকেই আইসিসি চেয়ারম্যান হিসেবে দেখতে চান। কারণ, তিনি মনে করেন, সামগ্রিকভাবে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন সৌরভ।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গকারা বলেছেন, ‘আমার মনে হয় সৌরভ নিশ্চয়ই বদল আনতে পারবে। আমি দাদার বড় ভক্ত। ওকে শুধু ক্রিকেটার হিসেবেই ভাল লাগে না, ওর বিচক্ষণ ক্রিকেট মস্তিষ্কেরও অনুরাগী আমি। ও ক্রিকেটের স্বার্থেই কাজ করতে চায়। বিসিসিআই সভাপতি হোক বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট অথবা অন্য কোনও ক্রিকেট বোর্ডেই থাকুক না কেন, একজন যখন আইসিসি-তে যাচ্ছে, তখন তার কাজের ধারায় বদল আসা উচিত নয়। সবার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করা উচিত। আমি ভারতীয়, শ্রীলঙ্কান, অস্ট্রেলিয়ান না ইংরেজ, সেটা ভেবে কাজ করা উচিত নয়। সবারই মনে করা উচিত, আমি একজন ক্রিকেটার এবং আমি যেটা করছি, তার ফলে সব দেশেরই লাভ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সারা বিশ্বের শিশুরা, দর্শকরা এবং ক্রিকেটপ্রেমীরাই এই খেলার ভিত্তি। আমার মনে হয়, আইসিসি চেয়ারম্যান হলে সৌরভ খুব ভাল কাজ করতে পারবে। বিসিসিআই সভাপতি হওয়া, প্রশাসনে আসা বা কোচিং করানোর আগে থাকতেই আমি ওকে দেখছি। ও কীভাবে সারা বিশ্বের ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, এমসিসি ক্রিকেট কমিটিতে কী অবস্থান নিয়েছে, সেটা আমি দেখেছি। আমার কোনও সন্দেহ নেই, সৌরভ আইসিসি চেয়ারম্যান হওয়ার যোগ্য ব্যক্তি।’
গত বছর বিসিসিআই সভাপতি হন সৌরভ। তার আগে তিনি সিএবি সভাপতি ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এখন পুরোদস্তুর প্রশাসক হয়ে গিয়েছেন। তিনি আইসিসি চেয়ারম্যান হওয়ার জন্য সঙ্গকারার পাশাপাশি ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথেরও সমর্থন পেয়েছেন। ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও জ্যাক ফলও জানিয়েছেন, শশাঙ্ক মনোহরের পর আরও এক ভারতীয় আইসিসি চেয়ারম্যান হলে তাঁদের আপত্তি নেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement