এক্সপ্লোর
Advertisement
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা শীঘ্রই সাফল্য পাবেন, আশাবাদী নাথান লিওন
মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম ইনিংসে আত্মসমর্পণ করলেও, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা শীঘ্রই ঘুরে দাঁড়াবেন এবং সাফল্য পাবেন বলে আশাবাদী স্পিনার নাথান লিওন। তিনি বলেছেন, ‘আমার সতীর্থরা নেটে ও অনুশীলনে কীরকম কঠোর পরিশ্রম করছে সেটা আমি দেখতে পাচ্ছি। আমরা জানি কঠোর পরিশ্রম করার পর কেউ ব্যর্থ হবে না। আমি দলের সবার পাশে আছি।’
ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করে লিওন বলেছেন, ‘আমরা বিশ্বমানের বোলিং আক্রমণের মোকাবিলা করছি। এটা আমার দেখা অন্যতম সেরা ভারতীয় আক্রমণ। (জসপ্রীত) বুমরাহ যেমন দ্রুতগতিতে বল করতে পারে, তেমনই স্লোয়ারও দিতে পারে। ও বিশ্বমানের বোলার। ওর মধ্যে সব গুণ আছে। আমাদের দলের সবাই হতাশ হলেও, আমি জানি ওরা কতটা পরিশ্রম করছে। ওরা শীঘ্রই সাফল্য পাবে।’
অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ফের ব্যর্থ হলেও, তাঁর পাশে দাঁড়িয়েছেন লিওন। তিনি প্যাট কামিন্সেরও প্রশংসা করেছেন। আগামীকাল চলতি টেস্টের পঞ্চম দিন সকালে তিনি ও কামিন্স ব্যাট হাতে লড়াই করবেন বলেও দৃঢ়প্রতিজ্ঞ লিওন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement