ABP LIVE EXCLUSIVE: শাকিবকে দেখেই বোলিং করা শুরু, বরিশালের খুদে স্পিনারে মুগ্ধ সচিনও
ABP LIVE EXCLUSIVE: যার বোলিংয়ের ক্লিপিংস এখন ভাইরাল গোটা বিশ্বে। বয়স মাত্র ৬। আর এই বয়সেই তাক লাগিয়ে দিয়েছেন বল হাতে একের পর এক ঘূর্ণিতে।
কলকাতাঃ বাংলাদেশের খুদে বিস্ময় বোলার। যার বোলিংয়ের ক্লিপিংস এখন ভাইরাল গোটা বিশ্বে। বয়স মাত্র ৬। আর এই বয়সেই তাক লাগিয়ে দিয়েছেন বল হাতে। তার ডান হাতের ঘুর্ণিতে নাজেহাল ব্যাটাররা। বরিশালের আসাদুজ্জামান সাদিদের স্পিন বোলিং সামলাতেই পারছেন না কেউ। কোনও বল বাঁক নিয়ে অফস্ট্যাম্প ভাঙছে তো কোনও বল বাঁক নিয়ে পেছন দিক দিয়ে লেগস্ট্যাম্প উড়িয়ে দিচ্ছে। তার বোলিং দেখে স্বয়ং সচিন তেন্ডুলকর পর্যন্ত ট্যুইটে সেই ক্লিপিংস পোস্ট করে প্রশংসা করেছেন।
Wow! 😯
— Sachin Tendulkar (@sachin_rt) October 14, 2021
Received this video from a friend…
It's brilliant. The love and passion this little boy has for the game is evident.#CricketTwitter pic.twitter.com/q8BLqWVVl2
সাদিদের কোচ তারই মামা সিরাজুল ইসলাম শুভ। নিজে আগে বরিশালে ডিভিশন খেলেছেন। এখন ভাগ্নেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলছেন। এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বরিশাল থেকে ফোনে শুভ বলেন, 'ও আগে ব্যাট করত শুধু। কিন্তু শেষ কয়েক মাস হল বল করা শুরু করেছে। শাকিব আল হাসানকে দেখে একদিন হঠাৎ বলে অলরাউন্ডার হবে ও। সেই শুরু। শাকিব ভাইকে দেখেই বল হাতে নেয়।' তিনি আরও বলেন, 'যে ভিডিও ক্লিপিংসটি ভাইরাল হয়েছে সেটি আমারই তোলা। আমি ওই ভিডিওটি করেছিলাম ওর ভুলত্রুটি দেখানোর জন্য। কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই তা দেখি ভাইরাল হয়ে গেল।'
সাদিদ বেজায় খুশি সচিন তেন্ডুলকরের প্রশংসা পেয়ে। কিন্তু সে নিজে বিরাট কোহলি ও রশিদ খানের ভক্ত। সিরাজুল ইসলাম শুভ বলেন, 'সচিন তেন্ডুলকরের ট্যুইট দেখার পর আমি ওকে বলেছিলাম সে কথা। কিন্তু ও সচিনের খেলা দেখেনি, তার থেকে ওর আগ্রহ বিরাট কোহলিকে নিয়ে। এছাড়া রশিদ খানের ফ্যান ও। আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে ওঁনারা দুজন সেই ক্লিপিংসটা দেখেছে কিনা।'
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ হলেই শাকিব আল হাসানের সমর্থনে টিভির সামনে বসে পড়ে সাদিদ। আবার বিরাট কোহলির আরসিবি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দুঃখও পেয়েছিল সে। তারকাদের টিভিতে দেখা সাদিদ এখন নিজেই যে বাংলাদেশের খুদে ক্রিকেট তারকা।