এক্সপ্লোর
কেন মাঠ ছাড়ল না কেন উইলিয়ামসন? ট্যুইট অ্যাডামসের
৭৬ রানের মাথায় ৩৮-তম ওভারে স্পিনার ইমরান তাহিরের বল উইলিয়ামের ব্যাট ছুঁয়ে জমা পড়ে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে। তাহির আবেদন করলেও খারিজ করেন আম্পায়ার।

বার্মিংহাম: নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের সততা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার পল অ্যাডামস। গতকাল উইলিয়ামসনের অপরাজিত শতরানের দৌলতে কিউইরা বুধবার দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়েছে বিশ্বকাপের ম্যাচে। কিন্তু সাফল্যের মধ্যেও অস্বস্তির কাঁটা তাঁর আউট ঘিরে বিতর্ক। ৭৬ রানের মাথায় ৩৮-তম ওভারে স্পিনার ইমরান তাহিরের বল উইলিয়ামের ব্যাট ছুঁয়ে জমা পড়ে দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি ককের গ্লাভসে। তাহির আবেদন করলেও খারিজ করেন আম্পায়ার। দক্ষিণ আফ্রিকা টিম রিভিউ চায়নি। পরে রিপ্লেতে দেখা যায়, সত্যিই ব্যাটে, বলে সংযোগ হয়েছিল। অ্যাডামসের মতে, উইলিয়ামসনেরই উচিত ছিল, নিজে থেকে বেরিয়ে যাওয়া। কেন তিনি আউট হয়েও ক্রিজে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন তুলে তিনি ট্যুইট করেছেন, কেন উইলিয়ামসন কেন হাঁটা লাগাল না! আরেকটি ট্যুইট করেন, বেরিয়ে না গিয়ে কেন উইলিয়ামসন মানকড় হয়ে গেল। এজন্য আপশোস হবে কি?
Why didn’t Kane Williamson walk 👀 #CWC19 #SAvsNZ pic.twitter.com/H3Cj6M4pGy
— Paul Adams (@PaulAdams39) June 19, 2019
If Kane Williamson was Mankad after he didn’t walk. Would he be upset 👀
— Paul Adams (@PaulAdams39) June 19, 2019
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দেন, ডি ককের সিদ্ধান্তে আস্থা দেখিয়েই তিনি রিভিউ চাননি। তিনি বলেন, ব্যাপারটা বুঝতে পারিনি। মনে হয়, তখন লং অনে ছিলাম। কুইনিই ঘটনাটা সবচেয়ে কাছ থেকে দেখেছিল। সবসময় ওর ওপর ভরসা রাখি। আমি ভেবেছিলাম, মিস হয়েছে। এখন এইমাত্র ম্যাচ শেষের পর জানলাম যে, ও বলেছে, ব্যাটে বল লেগেছে মনে হয়। তবে কেনও বলেছে, ও নিশ্চিত হতে পারেনি। ব্যাপারটা রেফার করতে হত। কিন্তু এতে ম্যাচের হারা, জেতা নির্ধারিত হয়নি। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















