এক্সপ্লোর
ওদের সঙ্কটে কী পরামর্শ দেবেন? ‘পাকিস্তানের কোচ হলেই বলব’, মন্তব্য রোহিতের
১১৩ বলে ১৪০ রানের ইনিংস। তাঁর ইনিংসের ৩০ রান এসেছে কাট শট খেলে। আর ২৮ রান এসেছে পুল শটে। তার মধ্যে রয়েছে সাতটি চার এবং তিনটি ছক্কা।

ম্যাঞ্চেস্টার: মেয়ের বাবা হওয়ার পর যেন জীবনটাই পাল্টে গিয়েছে। এতদিন যেভাবে চলছিল, সেই পরিসরটাই যেন বদলে গিয়েছে। বদলে দিয়েছে রোহিত শর্মাকেও। ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ১৪০ রানের ইনিংস খেলার পর ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত বলছেন, “জীবনের একটা সুন্দর অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মেয়ের বাবা হওয়ার পর আমি সত্যিই সেই পরিসরে ঢুকে পড়েছি। আমি ক্রিকেট উপভোগ করছি। ” এবারের বিশ্বকাপে রোহিতের ব্যাট যেভাবে কথা বলতে শুরু করেছে তাতে বিপক্ষ দলগুলোর বিপদ আরও বাড়বেই, কমবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান দিয়ে শুরু। অধিনায়ক বিরাট কোহলি ওই শতরান নিয়ে বলেছিলেন, সেটা রোহিতের অন্যতম সেরা ইনিংস। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান। আর ওল্ড ট্র্যাফোর্ডে তো রীতিমতো বিস্ফোরণ। ১১৩ বলে ১৪০ রানের ইনিংস। তাঁর ইনিংসের ৩০ রান এসেছে কাট শট খেলে। আর ২৮ রান এসেছে পুল শটে। তার মধ্যে রয়েছে সাতটি চার এবং তিনটি ছক্কা। সাংবাদিক সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াহাব রিয়াজ, হাসান আলিরা যখন তাঁকে শর্ট ও ওয়াইড লেন্থে বল করছিলেন, তখন তিনি অবাক হয়েছিলেন কিনা। ভারতীয় তারকার উত্তর, “আমি জানি না, ওদের টিম মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে। প্রথম দশ ওভার ওরা ভালই বল করছিল। সবাই জানে, বিলেতি পরিবেশে ব্যাটসম্যান একবার ট্র্যাকে চলে এলে বোলারদের কামব্যাক করা কঠিন হয়ে যায়। এবং এখানে একাধিক ভুল করার কোনও জায়গা নেই।” প্রশ্নোত্তর পর্বের একবারে শেষে এক পাকিস্তানি সাংবাদিক ম্যাঞ্চেস্টারের নায়ক রোহিত শর্মাকে পাকিস্তান দলকে সঙ্কটকালীন পরিস্থিতি পরামর্শ দেওয়ার কথা বলেন। জবাবে মস্করা করে ভারতীয় দলের সহ অধিনায়ক বলেন, “পাকিস্তান দলের কোচ হলে জানাব।”
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















