এক্সপ্লোর
Advertisement
ডুপ্লেসির পর এবার কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ব্রিটিশ ট্যাবলয়েডের
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ জিতে ভারত ১-০ এগিয়ে গিয়েছে। রাজকোটে প্রথম টেস্ট ড্র হয়েছিল। বিশাখাপত্তনমে হারের পর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ আনল একটি ব্রিটিশ ট্যাবলয়েড ডেলি মেল।
ডেলি মেলের অভিযোগ, রাজকোটে বলের অবস্থা বদল করতে গিয়ে ধরা পড়েছেন কোহলি। ট্যাবলয়েডের দাবি, চুইংগামের লালা আঙুল দিয়ে বলে ঘষতে দেখা গিয়েছে। তার আগে মুখে আঙুল ঘষতে দেখা গিয়েছে কোহলিকে।
বলের এক দিকের পালিশ করতে বিরাট এই কাজ করেছেন বলে ব্রিটিশ ট্যাবলয়েডটির অভিযোগ।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে বল বিকৃতির জন্য সাজা দিয়েছে আইসিসি। তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযোগ সম্পর্কে অবশ্য ভারতীয় দল বা কোহলির পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হয়নি।
কোহলির বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ নিয়ে অবশ্য কোনও পদক্ষেপ নেয়নি আইসিসি৷ সে সম্ভাবনাও নেই, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷
কারণ, আইসিসির নিয়ম অনুসারে টেস্ট ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনা সম্পর্কে ৫ দিনের মধ্যে জানাতে হয়৷ তার ভিত্তিতেই হয় তদন্ত৷ এক্ষেত্রে ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর৷ যার পর ১০ দিন কেটে গিয়েছে৷ ফলে, এক্ষেত্রে কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর কোনও উপায় নেই৷ মোহালি টেস্টে তাঁর খেলতে কোনও বাধাও রইল না৷
কিন্তু এতদিন পরে কোহলির বিরুদ্ধে কেন অভিযোগ তুলল ব্রিটিশ ট্যাবলয়েড, এই প্রশ্নও উঠে গিয়েছে। অনেকেই বলছেন, বিশাখাপত্তনম টেস্টে বিরাট বাহিনীর হাতে ধরাশায়ী হওয়ার পর ব্রিটিশ মিডিয়ার যাবতীয় আক্রোশ এখন ভারতের টেস্ট অধিনায়কের উপর৷
অন্যদিকে, বল-বিকৃতি বিতর্কের দিনেই আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এলেন বিরাট৷ কেরিয়ারের সেরা র্যাঙ্কিং ভারত অধিনায়কের৷
Footage suggests #Viratkohli tampering with ball in #INDvENG first Test match More Videos: https://t.co/IHj1XiGIBe pic.twitter.com/0VU1bTTQom
— Dunya News (@DunyaNews) November 22, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement