এক্সপ্লোর
Advertisement
নরসিংহের পর ডোপ টেস্টে ব্যর্থ রুমমেট সন্দীপ যাদব
নয়াদিল্লি: কুস্তিগির নরসিংহ যাদবই শুধু নন, তাঁর রুমমেট সন্দীপ যাদবও ডোপ টেস্টে ধরা পড়লেন। সোনপথের সাই কেন্দ্রে একই ঘরে ছিলেন এই দুই কুস্তিগির। গত ২৫ জুন তাঁদের ডোপ টেস্ট করে জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা)। নরসিংহ ও সন্দীপ ‘মেথানডিয়েনওয়ান’ স্টেরয়েড নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
নরসিংহ অবশ্য ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তাঁর ফুড সাপ্লিমেন্ট এবং জলে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। তিনি যাতে অলিম্পিকে যোগ দিতে না পারেন, তার জন্যই এই চক্রান্ত করা হয়েছে।
নাডার ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল বলেছেন, ‘বি’ স্যাম্পেল খোলার সময় নরসিংহ হাজির ছিলেন। শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে ডেকেছিল। সেখানেও হাজির হয়েছিলেন। এ বিষয়ে আরও রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করা হবে।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া এই বিতর্কে নরসিংহের পাশেই আছে। ফেডারেশনের এক কর্তা বলেছেন, নরসিংহের বিরুদ্ধে এর আগে কোনওদিন ডোপিংয়ের অভিযোগ ওঠেনি। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে সেটা স্পষ্ট। মনে হচ্ছে রিও অলিম্পিকে ৭৪ কেজি বিভাগে কুস্তিতে ভারতের কোনও প্রতিনিধি থাকবেন না। কারণ, নরসিংহের বদলে সুশীল কুমারকে রিও-তে পাঠানো যাবে না। প্রতিযোগী বদলের সময়সীমা উত্তীর্ণ হয়ে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement