এক্সপ্লোর
Advertisement
মদ্রিচদের প্রাক্তন কোচ ইগর এবার ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্বে, চুক্তি দু'বছরের
কোচ হিসাবে ইগরের সবচেয়ে বড় সাফল্য ক্রোয়েশিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে তোলা। ইভান পেরিসিচ, মাতেও কোভাসিচ, আন্তে রেবিচ-সহ একাধিক তারকা ফুটবলারের অভিষেক ঘটেছিল তাঁর প্রশিক্ষণেই
নয়াদিল্লি: ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্তিমাচ ভারতের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিলেন। তাঁর সঙ্গে আপাতত দু'বছরের চুক্তি করেছে ফেডারেশন।
জানুয়ারি মাসে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায়ের পর থেকে কোচহীন ছিলেন সুনীল ছেত্রীরা। ৫১ বছরের ইগর ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলে ছিলেন। ফ্রান্সে সেবার চিত্তাকর্ষক ফুটবল খেলে তৃতীয় স্থান দখল করে নিয়েছিলেন দাভর সুকেররা। ফুটবল থেকে অবসর নিয়েও ফুটবল ছেড়ে থাকতে পারেননি ইগর। কোচ হিসাবে শুরু করেন তাঁর দ্বিতীয় ইনিংস। ১৮ বছররের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন কোচ হিসাবে।
কোচ হিসাবে ইগরের সবচেয়ে বড় সাফল্য ক্রোয়েশিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে তোলা। ইভান পেরিসিচ, মাতেও কোভাসিচ, আন্তে রেবিচ-সহ একাধিক তারকা ফুটবলারের অভিষেক ঘটেছিল তাঁর প্রশিক্ষণেই। ভারতের দায়িত্ব নেওয়ার আগে কাতারের আল-শাহনিয়া ক্লাবের প্রশিক্ষক ছিলেন ইগর।
ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেছেন, 'ভারতের জাতীয় দলের জন্য সেরা কোচ ইগর। ওঁকে স্বাগত জানাই। ভারতীয় ফুটবল একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলছে। আমি নিশ্চিত যে ইগরের অভিজ্ঞতা আমাদের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে।' ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন, 'কোচ হিসাবে ওঁর দক্ষতা আর অভিজ্ঞতা জাতীয় দলের ফুটবলারদের সম্পদ হবে।' স্তিমাচের প্রশংসা করেছেন টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য শ্যাম থাপাও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement