এক্সপ্লোর
Advertisement
মঈন, স্টোকসের শতরানে রানের পাহাড়ে ইংল্যান্ড, জবাব দিচ্ছে ভারতও
রাজকোট: জো রুটের (১২৪) পর মঈন আলি (১১৭) এবং বেন স্টোকসের (১২৮) শতরানে ভর করে রাজকোটে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩৭ রান তুলল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৬৩। মুরলী বিজয় (২৫) ও গৌতম গম্ভীর (২৮) সাবলীলভাবেই ব্যাটিং করছেন। আগামীকালও এভাবেই ব্যাট করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। তবেই লড়াইয়ে থাকবে বিরাট কোহলির দল।
গতকালের ৪ উইকেটে ৩১১ রান হাতে নিয়ে খেলতে নেমে আজ সকাল থেকেই দাপট দেখাতে থাকেন মঈন ও স্টোকস। দিনের প্রথম সেশনে দু উইকেট হারিয়ে ১৩৯ রান যোগ করে ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে আরও ৮৭ রান যুক্ত হয়। ভারতের বোলারদের মধ্যে রবীন্দ্র জাডেজা তিনটি এবং মহম্মদ শামি, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট নিয়েছেন। অপর উইকেটটি নিয়েছেন অমিত মিশ্র।
গতকালের মতো আজও ক্যাচ মিস করার খেসারত দিতে হল ভারতীয় দলকে। উমেশ যাদবের পরপর দু ওভারে দু বার স্টোকসের ক্যাচ ফস্কান ঋদ্ধিমান সাহা। সেই সময় স্টোকসের রান ছিল যথাক্রমে ৬০ ও ৬১। পরে অবশ্য উমেশেরই বলে শরীর ছুঁড়ে স্টোকসের ক্যাচ নেন ঋদ্ধিমান কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে গতবার ঘরের মাঠে সিরিজ খোয়াতে হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দলকে। এবারও প্রথম টেস্টেই এক নম্বর দল ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অ্যালেস্টার কুকের দল। ভারতীয় বোলাররা ইংরেজ ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেননি। ফলে ব্যাটসম্যানদের উপর চাপ বেড়ে গিয়েছে। এখন কোহলিদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন, ছবিতে দেখুন, ভারতের বিরুদ্ধে পার্টনারশিপের রেকর্ড ইংল্যান্ডের
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement