টেস্টে সাম্প্রতিক ফর্ম অবশ্য ভাবাচ্ছে ইংরেজ শিবিরকে। গত সেপ্টেম্বরের পর থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে মাত্র একটি টেস্টেই জিতেছে তারা।
3/6
এর আগে মহেন্দ্র সিংহ ধোনির ভারত ২০১১ ও ২০১৪-তে ইংল্যান্ডে যথাক্রমে ৪-০ ও ৩-১ সিরিজ হেরেছিল। ইংল্যান্ডের মাটিতে ৫৭ টি ম্যাচের মধ্যে ভারতের জয় মাত্র ছয়টিতে।
4/6
ইংল্যান্ডে ২০০৭-এ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ওই কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটানো কোহলি ব্রিগেডের কাছে খুব একটা সহজ হবে না।
5/6
ইংল্যান্ডের এটি এক হাজার তম টেস্ট। আয়োজক দেশকে তাদের হাজার তম টেস্টে হারাতে পারবে কিনা, সেই বিষয়টি নির্ভর করছে আইসিসি টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে থাকা দলের ওপর।
6/6
আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ। বিদেশের মাটিতে সাফল্য পায় না ভারত, এই ধারণা ভেঙে ফেলার লড়াই টিম কোহলির। অন্যদিকে, ঘরের মাঠে সাম্প্রতিক কালে হারের চাকা ঘোরাতে মরিয়া থাকবে ইংল্যান্ড। আগামীকাল বার্মিংহামে খেলতে নামছে দুই দল।