Lionel Messi: আকাশছোঁয়া ইন্টার মায়ামির টিকিটের দাম, মেসির ম্যাচ দেখতে হলে কত খরচ করতে হবে?
Lionel Messi Update: সবাইকে চমকে দিয়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি নিজেই ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন।
মায়ামি: তিনি যোগ দিচ্ছেন এই খবর প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছিল। এবার টিকিটের দামও ১৪০০ গুণ বেড়ে গেল ইন্টার মায়ামির ম্যাচের। মেজর লিগ সকারে খেলে এই ক্লাবটি। মেসি দলে এখনও যোগ দেননি। কিন্তু তার আগেই পরবর্তী ম্যাচগুলোর টিকিটের চাহিদা এতটাই বেড়ে গিয়েছে যে, যা মূল্য তার থেকে ১৪০০ গুণ বেশি অর্থে বিক্রি করতে হচ্ছে টিকিট। চাহিদা এতটাই বেশি।
মূলত অগাস্টে যে যে ম্যাচগুলো মায়ামি খেলবে তারই টিকিটের দাম বেড়ে গিয়েছে। একটি টিকিটের মূল্য হয়েছে ৩০০ ডলার। যা ভারতীয় অঙ্কে প্রায় ২৪, ৮০০ টাকা। পয়েন্ট টেবিলে সবার নীচে থাকা মায়ামির আগামী ২৬ অগাস্ট ম্যাচ রয়েছে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে। সেই ম্যাচে সর্বোচ্চ টিকিটের দাম ভারতীয় অঙ্কে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। এই ম্যাচগুলোতেই ন্যূনতম টিকিটের দাম শুরু হয় ভারতীয় অঙ্কে ১৭০০ টাকা থেকে। লস অ্যাঞ্জেলেসের বিরুদ্ধে ম্যাচে টিকিটের দাম শুরু হচ্ছে ৩৮৩ ডলার থেকে। যার মূল্য ভারতীয় অঙ্কে ৩১,৭০০ টাকা। অরল্যান্ডো সিটি ও নিউ ইয়র্ক ম্যাচেও টিকিটের দাম আকাশছোঁয়া।
উল্লেখ্য, মরসুম শেষেই প্যারিস সঁ জরমেঁর সঙ্গে লিওনেল মেসির (Lionel Messi) চুক্তি শেষ হয়েছে। তারপর থেকেই গুঞ্জন চলছিল তিনি বার্সেলোনাতে (FC Barcelona) ফিরতে পারেন। আবার তাঁকে নাকি সৌদির ক্লাব আল হিলালও বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে ইউরোপের পর এবার এশিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-লিওনেল মেসি দ্বৈরথ দেখা যেত। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকান ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছেন মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি নিজেই ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন।
বেকহ্যামের ক্লাবে মেসি
বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার সৌদি আরবের আল ক্লাব আল হিলাল থেকে লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সরকারিভাবে মেসিকে ইন্টার মায়ামির খেলোয়াড় হিসাবে এখনও সকলের সামনে আনা না হলেও, ডেভিড বেকহ্যামের মালিকাধীন ক্লাব মিয়ামি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে মেসির দলের যোগ দেওয়ার পূর্বাভাস দেন। মেসি নিজেও ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কথা নিশ্চিত করে দিয়েছেন। তিনি নিজের পরিবারের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেন জানান 'এলএম১০'।