Andrejs Strebkovs: মহিলা দাবাড়ুদের অশ্লীল ছবি, ভিডিও পাঠাতেন! বেনজির কাণ্ড ঘটিয়ে ১২ বছর নির্বাসিত
FIDE: আন্দ্রেস স্ত্রেকোভসের বিরুদ্ধে গত বছরই অভিযোগ উঠেছিল যে, মহিলা দাবাড়ুদের মোবাইল ফোনে তিনি পর্নোগ্রাফি পাঠান ।

নয়াদিল্লি: দাবার (Chess) দুনিয়ায় তিনি রীতিমতো পরিচিত নাম। হবেন না-ই বা কেন! তাঁর ঝুলিতে যে রয়েছে আইএম নর্ম। ইন্টারন্যাশনাল মাস্টার তিনি।
লাতভিয়ার আইএম সেই আন্দ্রেস স্ত্রেকোভসের (Andrejs Strebkovs) বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন মহিলা সতীর্থরা । যা নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছিল বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে। এবার আরও বড় পদক্ষেপ করা হল তাঁর বিরুদ্ধে । লাতভিয়ার দাবাড়ুর আইএম নর্ম কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে ১২ বছরের নির্বাসনে পাঠাল ফিডে!
আন্দ্রেস স্ত্রেকোভসের বিরুদ্ধে গত বছরই অভিযোগ উঠেছিল যে, মহিলা দাবাড়ুদের মোবাইল ফোনে তিনি পর্নোগ্রাফি পাঠান । কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এমনকী, তিনি প্রতিযোগীদের নানা আপত্তিকর মেসেজ, ব্যবহার করা কন্ডোমও পাঠাতেন বলে অভিযোগ ওঠে। তাঁর এই সমস্ত কাজকর্মে অনেক দাবাড়ু মানসিক উৎকণ্ঠায় জর্জরিত হয়ে থাকতেন । অনেকের মানসিক পরিস্থিতি এমনই দাঁড়াত যে, তিনি আর খেলায় মনঃসংযোগই করতে পারতেন না ।
অভিযোগ ওঠার পর গত বছরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল ফিডে। স্ত্রেকোভসের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছিল। তারপরই তাঁকে প্রথমে ৫ বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। বলা হয়েছিল, কোনও ধরনের টুর্নামেন্টেই অংশ নিতে পারবেন না লাতভিয়ার দাবাড়ু।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য মানেননি স্ত্রেকোভস। তিনি ফিডে-র সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিয়েছে বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে। এবার ১২ বছরের জন্য নির্বাসিত করা হল স্ত্রেকোভসকে। সেই সঙ্গে তাঁর আইএম নর্ম কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের গঙ্গোপাধ্যায় পরিবারে হ্যাকারদের হানা! সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন ডোনা
বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে-র প্রধান আরকাদি ভরকোভিচ জানিয়েছেন, এই ধরনের কাজকর্মে কেউ জড়িত থাকলে কোনও রকম রেয়াত করা হবে না। প্রত্যেক দাবাড়ুর সম্মান ও মানসিক স্বাস্থ্য ফিডে-র কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। স্ত্রেকোভস যে ঘটনা ঘটিয়েছেন তা গর্হিত বলেও মন্তব্য তাঁর। যে কারণে কড়া পদক্ষেপ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। স্ত্রেকোভসকে যে কোনওরকম সহমর্মিতা দেখানো হবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন ফিডে প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ব্যাটিং রোগ সারাতে ঘরোয়া ক্রিকেটে নতুন ওষুধ নিয়ে প্রস্তুতি শুরু কোহলির






















