(Source: ECI/ABP News/ABP Majha)
Virushka Independence Day Celebration: তেরঙ্গা নিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিরুষ্কার
Independence Day Celebration: নিজেদের অ্যাকাউন্ট থেকে বিরাট ও অনুষ্কা তাঁর অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জয় হিন্দ জানিয়েছেন বিরুষ্কা।
মুম্বই: দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর। আর এই বিশেষ দিনে ভারতীয় ক্রীড়াবিদরাও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। নিজেদের সোশাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন ২ জনে। বিরাট (Virat Kohli) নিজের অ্যাকাউন্ট থেকে ও অনুষ্কা তাঁর অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করেছেন। ক্যাপশনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জয় হিন্দ জানিয়েছেন বিরুষ্কা।
View this post on Instagram
মিতালির বার্তা
'হর ঘর তেরঙ্গা' কেন্দ্রীয় সরকারের এমন একটি উদ্যোগ যার মাধ্যমে সরকার সকল ভারতবাসী নিজের বাড়িতে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করার পরামর্শ দিয়েছে। ১৩ অগাস্ট থেকে ১৫ অগাস্ট পর্যন্ত এই উদ্যোগ চলবে। এরই মারফৎ মিতালিও নিজের বাড়িতে রবিবার (১৪ অগাস্ট) জাতীয় পতাকা উত্তোলন করেন। নিজের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গার সঙ্গে একাধিক ছবি দিয়ে তিনি লেখেন. 'আমাদের পতাকা আমাদের গর্ব! ভাসমান তেরঙ্গা সকল ভারতবাসীর হৃদয়েই আনন্দ ও আবেগ সঞ্চারিত করে। আমিও আজ আমার বাড়িতে তেরঙ্গা উত্তোলন করলাম।'
মিতালির আপলোড করা ছবিগুলিতে মিতালি কখনও পতাকা হাতে দাঁড়িয়ে, তো কখনও আবার পতাকা লাগিয়ে স্যালুট করছেন। লক্ষ্যণীয় বিষয় হল তাঁর ডান পায়ে প্লাস্টার করা রয়েছে। প্রসঙ্গত, মিতালি কিন্তু একমাত্র বিখ্যাত ক্রিকেটার নন যিনি এই উদ্যোগে সামিল হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্থ, সৌরভ গঙ্গোপাধ্যায়রাও বিভিন্ন ভাবে নিজের সোশ্যাল মিডিয়া তেরঙ্গা রঙে রাঙিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করছেন।
আরও পড়ুন: মাঠ কাঁপাচ্ছেন বাবা, পূজারার মেয়ের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়