Cyclone Alfred : রাক্ষুসে গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত হতে পারে ২৫ লক্ষ মানুষ, চালাবে নজিরবিহীন ধ্বংসলীলা
Cyclone Alfred Updates: রাতভর ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বয়েছে। তাও তো ঝড়ের অবস্থান এখনও বহু দূরে।

চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। গত ৫০ বছরে এমন ভয়াবহ ঝড়গুলির মধ্যে একটি হতে চলেছে এটি। আপাতত প্রবল শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আলফ্রেড । এই শক্তি নিয়ে ল্যান্ড ফল হলে, একসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারেন ২৫ লক্ষ মানুষ ।
তীব্র গতিতে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আলফ্রেড। আবহবিদরা এই ঘূর্ণিঝড়কে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,ক্যাটাগরি ওয়ানের ঘূর্ণিঝড়টি শুক্রবার রাতে অথবা শনিবার ভোরে উপকূলে আঘাত হানতে পারে । ঘটাতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ । আবহাওয়া ব্যুরো জানিয়েছে, কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে রাতভর ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বয়েছে। তাও তো ঝড়ের অবস্থান এখনও বহু দূরে।
আলফ্রেড একটি ক্যাটাগরি ১ ঘূর্ণিঝড়। অতলান্তিক মহাসাগরের একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের মতো প্রকৃতি এটির। তীব্র বেগে ব্রিসবেনের দিকে এগিয়ে যাচ্ছে । সেখানে প্রায় ২৫ লক্ষ মানুষের বাস। ঝড়টি যদি এর মধ্যে শক্তি ক্ষয় না করে, তাহলে এর ধ্বংসলীলা হতে পারে মারাত্মক। শুক্রবার (৭ মার্চ) সকালে ঘূর্ণিঝড়টি ব্রিসবেন থেকে প্রায় ১৯৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আলফ্রেড। ল্যান্ডফল হতে এখনও ঢের দেরি। কিন্তু প্রমাদ গুণতে শুরু করেছে উপকূলের বাসিন্দারা।
অজি সংবাদ মাধ্যম সূত্রে খবর, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ঢেউ উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে , এই ঘূর্ণিঝড়ে উত্তাল হয়েছে সমুদ্র । প্রবল তাণ্ডবের আশঙ্কা করা হচ্ছে গোল্ড কোস্টে । মোটামুটি এক-একটি ঢেউয়ের উচ্চতা ১২.৩ মিটার উঁচু।
উত্তর নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) বইছে তীব্র বাতাস। ভারী বৃষ্টিপাতের জন্য ইতিমধ্যেই ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। গোল্ড কোস্ট এবং নিউ সাউথ ওয়েলসের ৮২,০০০-এরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ব্রিসবেন বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান ওঠা-নামা। শহরজুড়ে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে হাজারেরও বেশি এবং উত্তর নিউ সাউথ ওয়েলসের ২৮০টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপদ ঠেকাতে ক্রমাগত মানুষকে সতর্ক তো করা হচ্ছেই। গোল্ড কোস্ট সিটি কাউন্সিল ঘোষণা করেছে, সমুদ্রের জলের ধারেপাশে গেলেই ১০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮.৭১ লক্ষ টাকা) জরিমানা করা হবে। টানা বৃষ্টিপাত এবং তীব্র বাতাস জানান দিচ্ছে প্রবল দুর্যোগ শুধু সময়ের অপেক্ষা। স্থাথানীয় প্রশাসন জনগণকে সক্রিয় থাকার এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
