এক্সপ্লোর
এজবাস্টনের পিচে ব্যাট করা কঠিন ছিল, দাবি অশ্বিনের
বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, তাঁদের পাশেই দাঁড়ালেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি দাবি করেছেন, এজবাস্টনের পিচে ব্যাট করা কঠিন ছিল।
এই টেস্টে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন অশ্বিন। ইশান্ত শর্মা, মহম্মদ শামিও ভাল পারফরম্যান্স দেখান। কিন্তু তা সত্ত্বেও ব্যাটিং ব্যর্থতায় হারতে হল ভারতীয় দলকে। এ বিষয়ে অশ্বিন বলেছেন, ‘কেউ রান করলে এবং উইকেট নিলে বিপক্ষকে পর্যুদস্ত করে জিততে চায়। সেটা না হলে খারাপ লাগে। তবে এই ম্যাচে আমরা দারুণ লড়াই করেছি। তাই খুব একটা খারাপ লাগছে না। এই পিচে ব্যাট করা কঠিন ছিল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জো রুট ও জনি বেয়ারস্টোর পার্টনারশিপ এবং আমাদের বিরাট কোহলি ছাড়া আর কোনও ব্যাটসম্যান স্বাধীনভাবে রান করতে পারেননি। আমরা জিততে পারতাম। আমরা এই ম্যাচে যে পারফরম্যান্স দেখিয়েছি, তার জন্য গর্বিত। এই সিরিজে এখনও অনেক ম্যাচ বাকি। তাই প্রথম ম্যাচে হারের পরেই হতাশ হওয়ার কিছু নেই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement