এক্সপ্লোর
ভারত আর জয়ের মাঝে শঙ্কার মেঘ অশ্বিনের চোট ঘিরে
1/9

অশ্বিন টানা স্পেল করতে না পারলে সিমারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। কিন্তু প্রথম দিকে যেরকম ছিল ট্রেন্টব্রিজের পিচ সে রকম প্রাণবন্ত আর নেই। এই পিচে অশ্বিন বোলিং করবেন এবং তুরুপের তাস হয়ে উঠবেন বলে আশা ভারতীয় শিবিরের।
2/9

যদিও দিনের খেলার শেষে চেতেশ্বর পূজারা সাংবাদিক বৈঠকে অশ্বিনের চোট নিয়ে বেশি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, অশ্বিন বোলিং করতে পারবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। পূজারা বলেছেন, ও কয়েক ওভার বল করেছে এবং বল ঘুরছিল। চতুর্থ দিনেও ও বোলিং করবে।
Published at : 21 Aug 2018 03:20 PM (IST)
View More






















