অশ্বিন টানা স্পেল করতে না পারলে সিমারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। কিন্তু প্রথম দিকে যেরকম ছিল ট্রেন্টব্রিজের পিচ সে রকম প্রাণবন্ত আর নেই। এই পিচে অশ্বিন বোলিং করবেন এবং তুরুপের তাস হয়ে উঠবেন বলে আশা ভারতীয় শিবিরের।
2/9
যদিও দিনের খেলার শেষে চেতেশ্বর পূজারা সাংবাদিক বৈঠকে অশ্বিনের চোট নিয়ে বেশি কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, অশ্বিন বোলিং করতে পারবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। পূজারা বলেছেন, ও কয়েক ওভার বল করেছে এবং বল ঘুরছিল। চতুর্থ দিনেও ও বোলিং করবে।
3/9
ওই সময় হেড কোচ রবি শাস্ত্রী ও ভারতের সাপোর্ট স্টাফদের মধ্যে আলোচনা দেখে জল্পনা ছড়িয়েছিল যে, অশ্বিনের চোট হয়ত গুরুতর।
4/9
ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালে মাঠের বাইরে চলে গিয়েছিলেন অশ্বিন। তাঁকে অবশ্য ইনডোর নেটে বোলিং করতে দেখা গিয়েছিল। ৪৫ মিনিট পর মাঠে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু বোলিং করার প্রয়োজন হয়নি।
5/9
গতকাল দুই ওভার বোলিং করেছেন অশ্বিন। বোলিং স্ট্রাইডের পর তাঁকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে।
6/9
কোমরের ডানদিকের চোট ভোগাচ্ছে আর অশ্বিনকে। চোট বেশি হলে তা ম্যাচের শেষ দুই দিন পূর্ণ ক্ষমতায় অশ্বিনের বোলিং করার ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। এরফলে ভারতকে অন্য চার বোলারের ওপরই নির্ভর করতে হবে।
7/9
এরইমধ্যে যেটা ভাবাচ্ছে সেটা হল ভারতের সেরা অস্ত্র অশ্বিনের চোট ঘিরে আশঙ্কা।
8/9
তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ২৩। দিনের একেবারে শেষ সময়ে ভারতের পেস ব্যাটারির ঝাঁঝ সামাল দিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেস্টার কুক ও কিটন জেনিংস। সিরিজ জয়ের লড়াইয়ে ফিরে আসতে হলে ইংল্যান্ডকে অল আউট করতে হবে ভারতকে। এ জন্য দলের পাঁচ বোলারকেই প্রয়োজন।
9/9
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ৫২১ রান। এই রান তাড়া করে জিততে হলে নয়া ইতিহাস রচনা করতে হবে জো রুটের দলকে। খেলার এখনও দুদিন বাকি। ভারতের সামনে ইংল্যান্ডকে অল আউট করার সুবর্ণ সুযোগ।