SL vs Pak, 1 Innings Highlight: ব্যাটিং বিপর্যয় বাবরদের, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১২১ রানে শেষ পাকিস্তান
Asia Cup 2022, SL vs PAK: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখালেন শ্রীলঙ্কার বোলাররা।
দুবাই: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখালেন শ্রীলঙ্কার বোলাররা। প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য তাড়া করতে হবে শ্রীলঙ্কাকে।
বল হাতে শ্রীলঙ্কার নায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি যিনি ফিল্ডিংয়েও ছিলেন দুরন্ত ছন্দে। বাবর আজম ২৯ বলে ৩০ রান করেন। ১৮ বলে ২৬ রান মহম্মদ নওয়াজের। শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে আর কোনও পাক ব্যাটার বলার মতো রান পাননি। ৫ বল বাকি থাকতে, ১৯.১ ওভারেই অল আউট হয়ে যায় পাকিস্তান।
অনেকে ভেবেছিলেন, হাঁটুতে চোট থাকা মহম্মদ রিজওয়ানকে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেবে পাকিস্তান (Pakistan)। কিন্তু সেই পথে হাঁটলেন না বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs Pak) এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে দুরন্ত ছন্দে থাকা উইকেটকিপার-ব্যাটারকে রেখেই দল সাজালেন। তবে বিশ্রাম দিয়েছেন আফগানিস্তান ম্যাচে শেষ ওভারে জয়ের নায়ক নাসিম শাহ ও শাদাব খানকে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।
View this post on Instagram
নিয়মরক্ষার ম্যাচ হলেও, এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দলই। তাই ফাইনালের আগে একে অপরকে জরিপ করে নিতে চাইবে দুই যুযুধান দলই।
শ্রীলঙ্কা এই ম্যাচে দুটি পরিবর্তন করেছে। টসের পর শনাকা জানিয়েছেন, চরিথ আসালঙ্কার পরিবর্তে ধনঞ্জয় ডি সিলভা ও অসিথা ফার্নান্দোর পরিবর্তে প্রমোদ মধূসন খেলছেন। শনাকা বলেন, 'আমরা রান তাড়া করতে চাই।' বাবর জানান, তাঁরাও রান তাড়া করার কথাই ভেবেছিলেন। টস জিতলে তাঁরাও ফিল্ডিংই নিতেন।
শ্রীলঙ্কা ও পাকিস্তান দুই দলই ইতিমধ্যে সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। আজ তাই স্রেফ নিয়মরক্ষার লক্ষ্যেই সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান (Sri Lanka vs Pakistan)। অবশ্য এই ম্যাচের মাধ্যমে রবিবার (১১ সেপ্টেম্বর) ফাইনালের প্রস্তুতিও ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে দুই দলের সামনে।
আরও পড়ুন: বিরাট কোহলির শতরানে উচ্ছ্বসিত পাকিস্তানি তারকারাও, কী লিখলেন হাসান আলিরা?