Asia Cup 2022: ঝড় তুলেছেন পাকিস্তানের এই সুন্দরী ক্রিকেট ভক্ত, মুগ্ধ নেটিজেনরা
Viral Video: খোলা চুল। মাথার ওপর গুঁজে রাখা সানগ্লাস। দুই কানে দুল। আর সেই সুন্দরীকে দেখে মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব।
দুবাই: এশিয়া কাপে (Asia Cup) শ্রীলঙ্কা-পাকিস্তান (SL vs Pak) ম্যাচে টিভি ক্যামেরায় বারবার ধরা পড়ছিল একটা মুখ। পাকিস্তানের এক মহিলা ক্রিকেট সমর্থক। খোলা চুল। মাথার ওপর গুঁজে রাখা সানগ্লাস। দুই কানে দুল। আর সেই সুন্দরীকে দেখে মুগ্ধ গোটা ক্রিকেটবিশ্ব। এমনকী, এক নেটিজেন সেই মহিলার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, এই কারণেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান গোটা ম্যাচ দেখেছি।
সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১০ লক্ষ মানুষ দেখেছেন। সকলেই পাক তরুণীর সৌন্দর্যে মজেছেন।
তবে বিতর্কও হচ্ছে। একজন যেমন লিখেছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যখন মহিলারা খেলে তখন কেন পুরো ম্যাচ দেখেন না?
#AsiaCup2022Final #AsiaCupFinal #PAKvsSL
— Ishtiaqueahmad98 (@Ishtiaq88467781) September 11, 2022
The only reason to watch full match🫶❤ pic.twitter.com/qutvpvLEYd
দেশে ফিরলেন শনাকারা
হালে প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে প্রচুর কষ্টে জীবন কাটিয়েছে শ্রীলঙ্কা। তবে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ের ময়দানে ১১টা খেলোয়াড়ের লড়াই যেন গোটা দেশের যন্ত্রণা অল্প সময়ের জন্য হলেও, সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। ২৩ রানে পাকিস্তানকে রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে হারিয়ে ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ খেতাব জিতে নিয়েছে শ্রীলঙ্কা। দাসুন শনাকার নেতৃত্বাধীন সেই এশিয়াজয়ী শ্রীলঙ্কা দল (Sri Lanka Cricket Team) আজ নিজেদের দেশে ফিরল।
কয়েকদিন আগেও দেশের অর্থনৈতিক সঙ্কটের মাঝে জনজোয়ারে ভেসেছিল কলম্বোর রাস্তাঘাট। আজ, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আবারও সেই কলম্বোর রাস্তায় আমজনতার ভিড়। তবে এই ভিড় প্রতিবাদ, প্রতিরোধ, বিক্ষোভের নয়, বরং দেশের নায়কদের এক ঝলক কাছ থেকে দেখতে পাওয়ার। নিজের দেশে ফিরে জনগণের মধ্যে রাস্তায় মাথাখোলা এক দ্বিতল বাসেই শহর ঘুরে এশিয়া কাপ জয় সেলিব্রেট করতে দেখা গেল। দাসুন শনাকা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা, করুণারত্নে কে ছিলে না সেই খোলা বাস প্যারেডে।
সমর্থকদের ধন্যবাদ
সাধারণ জনগণ, বিভিন্ন অনুষ্ঠান তো হয়ই। লঙ্কান তারকাদের এই ট্রফি প্যারেডে ঝলক মেলে স্কুলের কচিকাচাদেরও। শ্রীলঙ্কান বোর্ডের তরফে দলের এই বিশেষ সফরের নানান ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই তা হু হু করে ভাইরালও বটে। এই প্যারেডে খেলোয়াড়রাও উপস্থিত জনগণকে তাদের সমর্থনের জন্য নিজেদের তরফে ধন্যবাদ জানান। প্রসঙ্গত, ফাইনাল জয়ের পর কিন্তু শ্রীলঙ্কান অধিনায় শনাকা চেন্নাই সুপার কিংসের থেকে অনুপ্ররিত হওয়ার কথা জানিয়েছিলেন।
আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা