Shaheen Shah Afridi: রোহিতের উইকেটটাই সেরা, ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিয়ে বলছেন আফ্রিদি
Ind vs Pak: ভারতীয় ইনিংস ২৬৬ রানে শেষ করে দেওয়ার পর শাহিনকে প্রশ্ন করা হয়, প্রিয় উইকেট কোনটা?
পাল্লেকেলে: তিনি পাকিস্তানেরে সেরা পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর বলের আগুনে ছারখার হয়েছিল ভারত। সেই শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) শনিবারও ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিলেন। তাঁর গতি, স্যুইংয়ে বিপর্যস্ত হল ভারতীয় ব্যাটিং। প্রথম স্পেলেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তুলে নিলেন পাক পেসার। শেষ পর্যন্ত ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে নিলেন ৪ উইকেট।
ভারতীয় ইনিংস ২৬৬ রানে শেষ করে দেওয়ার পর শাহিনকে প্রশ্ন করা হয়, প্রিয় উইকেট কোনটা? রোহিত না কোহলি? ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শাহিন বলেছেন, 'আমাদের লক্ষ্যই ছিল নতুন বলে রোহিত ও বিরাটের উইকেট তুলে নেওয়া। দুজনই গুরুত্বপূর্ণ ব্যাটার। আমার কাছে সব ব্যাটারই গুরুত্বপূর্ণ। তবে আমার রোহিতের উইকেটটা বেশি ভাল লেগেছে। পেসারদের পরিকল্পনা কাজে লেগেছে।'
শাহিনের দাপটের দিন বল হাতে দারুণ স্পেল করেছেন নাসিম শাহ ও হ্যারিস রউফও। শাহিন বলেছেন, 'নাসিম ঘণ্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করছে। ও সত্যিই দ্রুত। ওর জন্য ভীষণ খুশি।'
সামনে ২৬৭ রানের লক্ষ্য। পাকিস্তান পারবে? শাহিন বলছেন, 'নতুন বল স্যুইং ও সিম করছে। তারপর আর কিছু নেই। পুরনো বলে রান করাটা সহজ হবে।'
বাঁহাতি পেসাররা যেন ভারতীয় শিবিরের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত (Ind vs Pak) - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতীয় ইনিংসকে তছনছ করে দিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ আমির।
বিশ্বকাপে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিলেন বাঁহাতি পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।
এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন। বাঁহাতি পেসারের শিকার? ভারতের সেরা দুই ব্যাটার - রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বোল্ড। দুজনের মধ্যে রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে ভেঙে দিল স্টাম্প। আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন। ২২ বলে মাত্র ১১ রান করে ফিরলেন রোহিত। ৭ বলে ৪ রান করে ফিরলেন কোহলি। পরে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজার উইকেটও তুললেন শাহিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন