Asia Cup Women's Hockey: সিঙ্গাপুরকে গোলের মালা পরিয়ে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করল ভারত
Hockey News: বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলল ভারত। কারণ, এই টুর্নামেন্টের সেরা চার দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে বলে আগেই ঠিক ছিল। ভারত শেষ চারে পৌঁছে সেই যোগ্য়তামান স্পর্শ করল।
নয়াদিল্লি: মহিলাদের এশিয়া কাপ হকিতে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল (Indian Womens Hockey Team)। নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পাওয়ার পরে জাপানের কাছে হারতে হয়েছিল। কিন্তু সেই ধাক্কা সামলে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে বিপক্ষকে ৯-১ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারতীয় মহিলা হকি দল। দলের হয়ে হ্যাটট্রিক করলেন গুরজিৎ কউর। জোড়া গোল এল মনিকা এবং জ্যোতির স্টিক থেকেও।
সেই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতাও অর্জন করে ফেলল ভারত। কারণ, এই টুর্নামেন্টের সেরা চার দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে বলে আগেই ঠিক ছিল। ভারত শেষ চারে পৌঁছে সেই যোগ্য়তামান স্পর্শ করল।
পুল-এ'র ম্যাচে এদিন সিঙ্গাপুরকে কার্যত একপেশে ম্যাচে খড়কুটোর মতো উড়িয়ে দেন ভারতীয় মহিলারা। গতবারের চ্যাম্পিয়ন দল ভারতের আক্রমণাত্মক হকির কোনও উত্তর ছিল না সিঙ্গাপুরের মেয়েদের কাছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯-০ গোলে হারানোর পরে জাপানের কাছে ২-০ গোলে হারতে হয়েছিল ভারতকে। তাদের তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৯-১ গোলে হারিয়ে ভারত সেই হারের যন্ত্রণা ভুলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল।
ম্যাচের ৮, ৩৭ এবং ৪৮ মিনিটে এদিন গোল করেন গুরজিৎ। এর মধ্যে ছিল দুটি পেনাল্টি কর্নার থেকে করা গোল। ৬ এবং ১৭ মিনিটে গোল করেন মনিকা। ৪৩ এবং ৫৮ মিনিটে দুটি গোল করেন জ্যোতি। এছাড়াও ৮ মিনিটে বন্দনা কাতারিয়া এবং ১০ মিনিটে মারিয়ানা কুজুর ভারতের হয়ে গোল করেন।
আইএসএলে ডার্বির আগে চার গোল খেয়ে হারল এসসি ইস্টবেঙ্গল
সোমবার শুরু থেকে আক্রমণের ঝড় তোলেন ভারতের মেয়েরা। বিরতির সময়েই ম্যাচের ফল দাঁড়ায় ৫-০। ছয় মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন মনিকা। দুই মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান বন্দনা কাতারিয়া। দুই গোলের পরেই ভয়ঙ্কর হয়ে ওঠেন ভারতীয় দলের খেলোয়াড়েরা। হ্যাটট্রিক করেন গুরজিৎ কৌর। পরে ফের গোল করেন মনিকা। জোড়া গোল পেয়েছেন জ্যোতিও। ম্যাচের শেষ গোল তাঁরই। এ ছাড়া একটি গোল করেন মারিয়ানা কুজু।
ম্যাচের পরে ভারতীয় দলের অধিনায়ক সবিতা বলেছেন, “জাপানের কাছে হারের পরে ঠিক করেছিলাম, ম্যাচের প্রথম মিনিট থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই হয়েছে। আমরা খুশি।”
বুধবার পুল-বি'র শীর্ষে থাকা কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালের লড়াইয়ে নামবে ভারত। পুল-এ'র অপর ম্যাচে জাপান ৮-০ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। অন্য সেমিফাইনালে চিনের মুখোমুখি হবে জাপান।