এক্সপ্লোর
Advertisement
মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেই এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, দাবি পিসিবি-র
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। তার ঠিক আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে।
করাচি: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুক্রবার জানান, এবারের এশিয়া কাপ পাকিস্তানের বদলে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে হবে এবং ভারত ও পাকিস্তান দু’দলই এই প্রতিযোগিতায় যোগ দেবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পাল্টা দাবি, মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেই এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একটি সংবাদসংস্থাকে এক পিসিবি কর্তা বলেছেন, ‘পিসিবি এখনও এশিয়া কাপের আয়োজক। তবে এসিসি এই প্রতিযোগিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। ফলে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র এসিসি। ৩ মার্চ দুবাইয়ে নাজমুল হাসানের নেতৃত্বে এসিসি-র বৈঠক হবে। সেই বৈঠকে সব সদস্য দেশের স্বার্থের কথা মাথায় রেখেই এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। তার ঠিক আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এই প্রতিযোগিতা হলে ভারতীয় দল যোগ দেবে না। একমাত্র নিরপেক্ষ কোনও দেশে এশিয়া কাপ হলে তবেই ভারতীয় দল খেলবে। বিসিসিআই-এর আপত্তির জেরেই এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement