Asian Games Team India Squad: অধিনায়ক রুতুরাজ, সুযোগ রিঙ্কুর, এশিয়ান গেমসের ভারতীয় দলে বাংলার ২ ক্রিকেটার
BCCI: ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে ক্রিকেটের দ্বৈরথ।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে তিনি সুযোগ না পাওয়ায় বিতর্কের ঝড় উঠেছিল। বলা হয়েছিল, আইপিএলই যদি মাপকাঠি হয়, তাহলে গোটা টুর্নামেন্টে অবিশ্বাস্য ব্যাটিং করা রিঙ্কু সিংহ (Rinku Singh) কীভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টির যুদ্ধে উপেক্ষিত হলেন তিনি!
অবশেষে জাতীয় দলে সুযোগ পেলেন রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের (KKR) অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখে এশিয়ান গেমসের (Asian Games) দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার। অলরাউন্ডার শাহবাজ আমেদ ও পেসার মুকেশ কুমার।
নির্বাচিত ভারতীয় দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভশিমরন সিংহ (উইকেটকিপার)।
স্ট্যান্ড বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে ক্রিকেটের দ্বৈরথ।
NEWS 🚨- Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…
— BCCI (@BCCI) July 14, 2023
ভারতের নির্বাচিত মহিলা ক্রিকেট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি শর্বানী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটকিপার) ও অনুষা বারেড্ডি।
মহিলাদের টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। ১৯-২৮ সেপ্টেম্বর হবে মহিলাদের টুর্নামেন্ট। যে প্রতিযোগিতায় জাতীয় দলে ফেরানো হয়েছে বাংলার রিচা ঘোষকে। বাংলাদেশ সফরে দল থেকে বাদ দেওয়া হয়েছিল শিলিগুড়ির উইকেটকিপারকে। ফেরানো হল এশিয়ান গেমসে।
বিশ্বকাপের জন্য ভারতের প্রথম সারির পুরুষ ক্রিকেটারেরা ব্যস্ত থাকবেন বলে আগেই ঠিক হয়েছিল যে, বিশ্বকাপের দলে যাঁরা থাকবেন না, তাঁদের নিয়ে এশিয়ান গেমসে অভিযানের নকশা সাজানো হবে। সেই পথেই এগল বিসিসিআই।
আরও পড়ুন: দল বদলের বাজারে ফের চমক মোহনবাগান সুপার জায়ান্টের, সবুজ মেরুনে যোগ দিলেন সাহাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন