Asian Games 2023 : বাংলার ছেলের হাত ধরে এশিয়ান গেমসে সোনা ভারতের, চিনে নিন ইকুয়েস্ট্রিয়ান তারকা অনুশ আগারওয়ালাকে
Anush Agarwalla : একসময় কঠিন পরিস্থিতির মাঝে পড়লেও অনুশ এবং তাঁর ঘোড়া ইত্রো ৭১.০৮৮ পয়েন্ট স্কোর করে ভারতকে এশিয়া সেরা হওয়ার দিকে এগিয়ে দেয় ভারতকে।
কলকাতা : একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ। ১৯ তম এশিয়ান গেমসের (Asian Games 2023) তৃতীয় দিনে তিনটি পদক এসেছে ভারতের ঝুলিতে। সাফল্যের যে সারণীতে জুড়ে গিয়েছে বাংলার নামও। ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে ভারতের এশিয়া সেরা হওয়ার পিছনে অন্যতম ভূমিকা নিয়েছেন কলকাতার ছেলে অনুশ আগারওয়ালা (Anush Agarwalla)। বালিগঞ্জের ২৩ বছরের অনুশ অনুশীলন করেন জার্মানিতে। কিন্তু তাঁর বিশ্বের অন্যতম সেরা ঘোড়সওয়ার হয়ে ওঠার পিছনে যাবতীয় প্রেক্ষাপটও এরাজ্য।
মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের (Equestrian) দলগত বিভাগে ইতিহাস গড়ে সোনা জিতেছে ভারত। দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে যেখানে এশিয়া সেরা হয়ে সোনার পদক (Gold Medel) জিতেছে ভারত। দীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ আগারওয়ালের হাত ধরে এবারের এশিয়াডে এসেছে তৃতীয় সোনা। একসময় কঠিন পরিস্থিতির মাঝে পড়লেও অনুশ এবং তাঁর ঘোড়া ইত্রো ৭১.০৮৮ পয়েন্ট স্কোর করে ভারতকে এশিয়া সেরা হওয়ার দিকে এগিয়ে দেয় ভারতকে।
লা মার্টিনিয়ার বয়েজ স্কুলের ছাত্র অনুশের যখন মাত্র ৩ বছর বয়স তখন থেকেই ঘোড়-সওয়ার হওয়ার পথচলা শুরু হয়েছিল, বলেই জানিয়েছে তাঁর ঘনিষ্ট সূত্র। জার্মানিতে আপাতত অনুশীলন করলেও কলকাতার রয়্যাল কলকাতা টার্ফ ক্লাব ও ক্যালকাটা পোলো ক্লাবেই অনুশের ক্রমশ ইকুয়েস্ট্রিয়ানের হাতেখড়ি থেকে হাত পাকানো। কলকাতার এই দুই অভিজাত ক্লাবে ব্রিটিশ জমানা থেকে চলে আসছে ইকুয়েস্ট্রিয়ান খেলার চল। অনুশের ৮ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত কেটেছে কলকাতায়। যারপর ইকুয়েস্ট্রিয়ানে নিজের স্বপ্নের উড়ান ভরতে সে পাড়ি দেয় দিল্লিতে।
এশিয়ান গেমসে খেলতে যাওয়ার প্রাক্কালে কলকাতায় বন্ধুদের সঙ্গে আড্ডায় দেশের হয়ে এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারাটা স্বপ্ন সফল হওয়ার অনুভূতি বলেই জানিয়েছিলেন অনুশ। ২০২২ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (World Championship) সুযোগ পেলেও মাত্র একটি স্থানের জন্য সুযোগ করতে পারেননি টোকিও অলিম্পিক্সে। এই মুহূর্তে জার্মানিতে তাই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে স্থান পাওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন চালাচ্ছেন বাংলার এই ছেলে। এশিয়ান গেমসে ভারতকে সাফল্য এনে দেওয়ার পর অনুশের বিশ্ব সেরার মঞ্চে সাফল্যের স্বপ্নের উড়ান আরও জোরদার হবে বলেই মনে করছেন সকলে।
আরও পড়ুন- ইকুয়েস্ট্রিয়ানে ইতিহাস, এশিয়ান গেমসে তৃতীয় সোনা এল ভারতের ঘরে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন