এক্সপ্লোর
Advertisement
টেস্টে বিরাটের ২৫-তম শতরান, তৃতীয় দিনের শেষে ১৭৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
পারথ: অধিনায়ক বিরাট কোহলির অসাধারণ শতরান সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে পিছিয়ে থাকল ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৩২। ভারতের চেয়ে ১৭৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। ফলে চাপে ভারতীয় দল। এই ম্যাচে এখনও দু’দিন বাকি। ম্যাচ জেতা বা অন্তত ড্র করতে হলে ভারতের ব্যাটসম্যানদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে।
গতকালের মতো আজও অসাধারণ ব্যাটিং করেন বিরাট। টেস্টে তিনি ২৫-তম শতরান করে ফেললেন। ২৫টি শতরান করার ক্ষেত্রে তিনি দ্বিতীয় দ্রুততম। অস্ট্রেলিয়ায় এটি তাঁর সপ্তম শতরান। ২৫৭ বলে ১২৩ রান করার পর বিতর্কিত ক্যাচে আউট হতে হয় ভারতের অধিনায়ককে। অজিঙ্কা রাহানে করেন ৫১ রান। উইকেটকিপার ঋষভ পন্থ করেন ৩৬ রান। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ভারতীয় দল ২৮৩ রানে অলআউট হয়ে যায়। ৬৭ রান দিয়ে ৫ উইকেট নেন নাথান লিয়ন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। মার্কাস হ্যারিসকে (২০) আউট করে প্রথম আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। অপর ওপেনার অ্যারন ফিঞ্চ (২০) চোট পেয়ে মাঠ ছাড়েন। শন মার্শ (৫) ও ট্রেভিস হেডকে (১৯) ফেরান মহম্মদ শামি। দিনের শেষে ক্রিজে উসমান খাজা (৪১) ও টিম পেইন (৮)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement