এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৪৮ রানে জয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ২-০ জিতল অস্ট্রেলিয়া
এই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
অ্যাডিলেড: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের দু’টি টেস্ট ম্যাচই ইনিংসে জিতল অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ইনিংস ও পাঁচ রানে জেতার পর আজ দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৪৮ রানে জিতল টিম পেইনের দল। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন অফস্পিনার নাথান লিয়ন। তবে এই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।
এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়াও বড় রান করেন মার্নাস লাবুশাগনে (১৬২)। ৩ উইকেটে ৫৮৯ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ওয়ার্নারকে চারশো রান করার সুযোগ না দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় পেইনকে।
Australia sweep series 2-0!
Josh Hazlewood's over yielded the last two wickets and Pakistan are bowled out for 239.
The hosts win by an innings and 48 runs.#AUSvPAK SCORECARD 👇https://t.co/hynzrUEFTm pic.twitter.com/0o0mTdZ8kG
— ICC (@ICC) December 2, 2019
অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইয়াসির শাহ ১১৩ ও বাবর আজম ৯৭ রান করেন। ৬৬ রান দিয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স নেন ৩ উইকেট।
হার বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৯ রানেই থেমে যায় পাকিস্তান। ওপেনার শান মাসুদ ৬৮ এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামা আসাদ শফিক ৫৭ রান করেন। লিয়নের পাঁচ উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন জোশ হ্যাজেলউড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement