এক্সপ্লোর
Advertisement
সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং অস্ট্রেলিয়ার
নয়াদিল্লি: পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে টসে জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সিরিজ নির্ধারক ম্যাচে ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। বাদ পড়েছেন যুযবেন্দ্র চহাল ও কে এল রাহুল। ঢুকলেন রবীন্দ্র জাডেজা ও মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া দলেও দুটি পরিবর্তন হয়েছে। শন মার্শ ও জেসন বেহরেনডর্ফের জায়গায় এসেছেন মার্কাস স্টোয়েনিস ও নাথান লিয়ঁ। বর্তমানে সিরিজ ২-২ অবস্থায় রয়েছে। প্রথম দুই ম্যাচ ভারত জেতে। পরের দুটি ম্যাচ জিতে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করে ভারত।This is what the two teams are playing for. Who will take it home tonight?#INDvAUS pic.twitter.com/s3PapWdPEC
— BCCI (@BCCI) March 13, 2019
ভারত: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, ঋষভ পন্ত, কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকোম্ব, মার্কাস স্টোয়েনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন টার্নার, অ্যালেক্স ক্যারে, জেয়ি রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, নাথান লিয়ঁ।Australia win the toss and elect to bat first in the series decider #INDvAUS pic.twitter.com/za5MrR3bpw
— BCCI (@BCCI) March 13, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement