আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজি পেসার পিটার সিডলের
২০০৮ সালে মোহালিতে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটে সিডলের।
মেলবোর্ন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার পেস বোলার পিটার সিডল। রবিবার, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে এই ঘোষণা করেন সিডল। সতীর্থদের সামনে এই ঘোষণা করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। প্রসঙ্গত, চলতি টেস্টে খেলার সুযোগ পাননি সিডল। সিডল অবসর ঘোষণা করার পর সতীর্থরা তাঁকে একে একে জড়িয়ে ধরেন।
Congratulations to Peter Siddle, a champion of our game, who has today announced his retirement from international cricket. He finished with 221 Test wickets, including a memorable Ashes hat-trick on his birthday at the Gabba. Thanks for the memories Sidds! pic.twitter.com/Rl8UChz8pI
— Cricket Australia (@CricketAus) December 28, 2019
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় ১৩তম স্থানে রয়েছেন সিডল। ৬৭টি ম্যাচে সিডলের শিকার সংখ্যা ২২১। চলতি বছরের গোড়ায় ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজে তাঁকে দেখা গিয়েছিল। সেই সময় ভাল পারফর্ম করেছিলেন। ২০০৮ সালে মোহালিতে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে সিডলের। টেস্টে তাঁর প্রথম শিকারের নাম সচিন তেন্ডুলকর। এর পাশাপাশি, ২২টি ওডিআই ও ২টি টি-২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করেন সিডল।