এক্সপ্লোর
আইসিসি র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হারের পর একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে নেমে গেল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের স্থান ১০১ রেটিং পয়েন্ট নিয়ে এখন পাকিস্তানের পরে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তারা চার পয়েন্ট হারিয়েছে। গত তিন দশকের বেশি সময়ে এই প্রথম অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে এতটা নিচে নামল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিন ব্রিগেড। অন্যদিকে, ইংল্যান্ড র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান বজায় রেখেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র একদিনের ম্যাচে বিস্ময়করভাবে যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিয়েছে ইয়োন মর্গ্যানের দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য তারা পেয়েছে তিন পয়েন্ট। সবমিলিয়ে ইংল্যান্ডের পয়েন্ট ১২৬। দ্বিতীয় স্থানে থাকা ভারতের তুলনায় চার পয়েন্ট বেশি। একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে আসতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে চমকপ্রদ পারফর্ম করতে হবে বিরাট কোহলি ব্রিগেডকে। আগামী জুলাইতে তিন ম্যাচের একদিনের সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ৩-০ সিরিজ জিততে পারলে র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















