এক্সপ্লোর
India Tour of Australia 2021: ব্রিসবেনের হোটেলে সুযোগ-সুবিধা অমিল, সৌরভদের চাপে সুর নরম ক্রিকেট অস্ট্রেলিয়ার
India vs Australia, Test Series: ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সিইও হেমাঙ্গ আমিন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা সবরকম সুযোগ-সুবিধা পাবেন।
![India Tour of Australia 2021: ব্রিসবেনের হোটেলে সুযোগ-সুবিধা অমিল, সৌরভদের চাপে সুর নরম ক্রিকেট অস্ট্রেলিয়ার Australia Vs India Indian Cricket Team Denied Basic Facilities Brisbane BCCI Top Brass Intervene India Tour of Australia 2021: ব্রিসবেনের হোটেলে সুযোগ-সুবিধা অমিল, সৌরভদের চাপে সুর নরম ক্রিকেট অস্ট্রেলিয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/01/14024931/ErlhAF5VgAQv4er.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: করোনা আবহে কোয়ারেন্টিন সংক্রান্ত কঠোর নিয়মের জন্য ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে যাওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আপত্তি ছিল। শেষপর্যন্ত ব্রিসবেনে অজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা গেলেও, সেখানে তাঁদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার ব্যবস্থাও ছিল না। হোটেলে জিমন্যাশিয়াম, সুইমিং পুল ব্যবহারের সুযোগ তো ছিলই না, এমনকী ঠিকসময়ে খাবারও পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে বিসিসিআই। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সিইও হেমাঙ্গ আমিন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা সবরকম সুযোগ-সুবিধা পাবেন। যদিও ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাউসকিপিং বা রুম সার্ভিস চালু হয়নি। তবে আশা করা যায়, দ্রুত এই সুযোগ-সুবিধাগুলি চালু হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘ভারতীয় দলকে রাখা হয়েছে গাব্বা থেকে চার কিলোমিটার দূরে একটি পাঁচতারা হোটেলে। সেখানে রুম-সার্ভিস বা হাউসকিপিংয়ের ব্যবস্থা ছিল না। জিম একেবারেই সাধারণ। সেখানে আন্তর্জাতিক মানের কোনও ব্যবস্থাই নেই। সুইমিং পুল ব্যবহারেরও সুযোগ ছিল না। ক্রিকেটাররা যখন হোটেলে প্রবেশ করেন, তখন জানানো হয়নি যে এসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। ম্যানেজার যখন এ বিষয়ে খোঁজ নিতে যান, তখন তাঁকে বলা হয়, ভারতীয় ও অস্ট্রেলিয়া দলের জন্য একই নিয়ম প্রযোজ্য। কোনও একটি দলের জন্য কোয়ারেন্টিনের কঠোর নিয়ম প্রযোজ্য নয়। তবে ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি টিমরুমের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন।’
সিরিজ আপাতত ১-১। প্রথম টেস্টে ভারতীয় দল পর্যুদস্ত হলেও, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে সমতা ফেরায়। এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির এবার সিরিজ জয়ের লক্ষ্যে গাব্বায় খেলতে নামবে। দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য চোটের জন্য খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে রাহানেরা যদি চতুর্থ টেস্ট জিতে সিরিজ দখল করেন, তাহলে তাঁরা পরপর দু’বার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে দেশে ফিরবেন। গতবারও সিরিজ জিতেছিল ভারত। ফলে চতুর্থ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিডনিতে ঋষভ পন্থ, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিনরা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁরা আত্মবিশ্বাস নিয়েই গাব্বায় খেলতে নামবেন। মাঠের বাইরে যতই সমস্যা থাকুক না, মাঠে লড়াই করতে তৈরি ভারতীয় দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)