এক্সপ্লোর
রেকর্ড ওপেনিং পার্টনারশিপ, পঞ্চম একদিনের ম্যাচেও পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া

অ্যাডিলেড: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। অ্যাডিলেডে পঞ্চম একদিনের ম্যাচেও পাকিস্তানকে ৫৭ রানে হারিয়ে ৪-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড ২৮৪ রান যোগ করেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা অস্ট্রেলিয়ার রেকর্ড ওপেনিং পার্টনারশিপ। ওয়ার্নার ১৭৯ ও হেড ১২৮ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক আজহার আলির (৬) উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শার্জিল খান (৭৯) ও বাবর আজম (১০০) লড়াই করেন। কিন্তু এরপর উমর আকমল (৪৬) ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শেষপর্যন্ত ৩১২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















