IndW vs AusW Pink Ball Test: পিঙ্ক বল টেস্টে প্রথম দিনে তাল কাটল বৃষ্টি, শতরানের পথে স্মৃতি
IndW vs AusW Pink Ball Test: ভারতীয় মহিলা ক্রিকেট দল এই প্রথমবার গোলাপি বলের টেস্টে খেলতে নামল। ব্যাট হাতে চেনা মেজাজে পাওয়া গেল স্মৃতি মন্ধানাকে।
কুইন্সল্যান্ড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট খেলতে নেমেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু প্রথম দিনে খেলায় তাল কাটল বৃষ্টি। তবে ব্যাট হাতে চেনা মেজাজে পাওয়া গেল স্মৃতি মন্ধানাকে। প্রথম দিনের শেষে ৮০ রানে অপরাজিত রয়েছেন বাঁহাতি এই ভারতীয় ব্যাটার।
বিরাটরা ২ বছর আগে পিঙ্ক বলের টেস্ট খেলেছিল প্রথমবার। আর ভারতীয় মহিলা ক্রিকেট দল এই প্রথমবার গোলাপি বলের টেস্টে খেলতে নামল। ১৫ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলার বিষয়ে মিতালি, ঝুলনরা যে কতটা মুখিয়ে ছিলেন, তা তাঁরা বেশ কয়েকবার আগেও বলেছেন।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মেগ ল্যানিং। ভারতীয় দলে অভিষেক হয় ইয়াস্তিকা ভাটিয়া এবং মেঘনা সিংহের। প্রতিপক্ষ অজি শিবিরেও ৪ জনের অভিষেক হয়। কিন্তু এদিন নির্ধারিত ওভার খেলা সম্ভব হল না। বৃষ্টির জন্য়ই ম্যাচ মাঝপথেই বন্ধ করে দিতে হল। ৫৬ ওভার প্রথম দিন খেলা হয়েছে। এদিন ওপেনিংয়ে নেমেছিলেন স্মৃতি ও শেফালি ভার্মা। শেফালি ভাল শুরু করেও ৩১ রানে আউট হয়ে যান। তবে বাকি সময়টা আর কোনও উইকেট হারায়নি ভারতীয় দল। ১৫টি বাউন্ডারি ও ১টি বিশাল ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত রয়েছেন স্মৃতি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন পুনম রাউত। তিনি অপরাজিত রয়েছেন ১৬ রানে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ঐতিহাসিক টেস্ট খেলতে নামার আগেই ভারতীয় শিবিরে এসেছিল ধাক্কা। দলের নির্ভরযোগ্য ব্যাটার হরমনপ্রীত কৌরকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তা জানিয়েছিলেন মিতালি। তিনি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ''গতকাল আমরা প্রথম বার গোলাপি বলে অনুশীলন করলাম। এর আগে কোথাও কখনও এই বলে খেলার সুযোগ হয়নি। শুধু আমি নয়, সবার কাছেই এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। লাল বলের থেকে এটা বেশি নড়াচড়া করে। দেখতে হবে গোধূলির সময় এই বল কেমন আচরণ করে।”