Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, নাদালকে ছুঁয়ে ঝুলিতে সর্বাধিক গ্র্যান্ডস্লাম
Novak Djokovic Champion: কেরিয়ারের ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জয়। বিশ্বের আর কোনও টেনিস তারকার ঝুলিতে এতগুলো অস্ট্রেলিয়ান ওপেন নেই।
![Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, নাদালকে ছুঁয়ে ঝুলিতে সর্বাধিক গ্র্যান্ডস্লাম Australian Open 2023: Novak Djokovic Beats Stefanos Tsitsipas In Straight Sets To Level Rafael Nadal's Record Grand Slam Tally Australian Open 2023: অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ, নাদালকে ছুঁয়ে ঝুলিতে সর্বাধিক গ্র্যান্ডস্লাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/55cd9bda271d2ff315ac05476b8666c01674994132169206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেলবোর্ন: ম্যাচ জিতেই দৌড়ে গেলেন নিজের কোচ, পরিবারের মানুষদের কাছে। তাঁদের জড়িয়ে ধরে হাউহাউ করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন নীচে। গত বছর করোনার টিকা না নেওয়ার জন্য তাঁকে টুর্নামেন্টে খেলতে দেওয়া হয়নি। এমনকী চূড়ান্ত অপমান করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই অপমানের মুধুর প্রতিশোধ নিলেন এবার খেতাব জিতে। কেরিয়ারের ১০ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন জয়। বিশ্বের আর কোনও টেনিস তারকার ঝুলিতে এতগুলো অস্ট্রেলিয়ান ওপেন নেই। বিশ্ব টেনিসের সর্বাধিক ২২টি গ্র্যান্ডস্লাম জিতে ছুঁলেন রাফায়েল নাদালকে।
View this post on Instagram
এদিন ফাইনালে গ্রিসের সিসিপাসের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)। প্রথম সেট সহজভাবে জিতে গেলেও পরের ২ সেটে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয় জোকারকে। দ্বিতীয় সেট ও নির্ণায়ক সেট দুটোই টাইব্রেকারে গড়ায়। কিন্তু জোকারের অভিজ্ঞতার সামনে শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে হয় ১১ বছরের ছোট স্তেফানোসকে। উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন সার্বিয়ান টেনিস তারকা জকোভিচ। তা ছিল কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে রড লেভার এরিনায় পরপর খেতাব জেতেন। তিনিই যে অস্ট্রেলিয়ান ওপেনের এক ও অদ্বিতীয় সম্রাট, তা আরও একবার বুঝিয়ে দিলেন নোভাক।
এছাড়া অন্যান্য গ্র্যান্ডস্লামের মধ্যে ২ বার ফরাসি ওপেন, ৭ বার উইম্বলডন ও ৩ বার ইউএস ওপেন জিতেছেন জোকার।
প্রথম গ্র্যান্ডস্লাম সাবালেঙ্কার
প্রতিপক্ষের ঝুলিতে উইলম্বডনের (Wimbledon) মতো বড় খেতাব। ফাইনালে স্বাভাবিকভাবেই এলেনা রাবাকিনাকে (Elena Rybakina) ফেভারিট মনে করেছিলেন অনেকে। প্রথম সেট ৬-৪ জিতে সেই ধারণাকেই আরও পোক্ত করে তুলেছিলেন রুশ তারকা। প্রথম সেট ৬-৪ জিতে সেই ধারণাকেই আরও পোক্ত করে তুলেছিলেন রুশ তারকা।
সেখান থেকে ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন আরিয়ানা সাবালেঙ্কার (Aryna Sabalenka)। পরের দুই সেট জিতে নিলেন ৬-৩ ও ৬-৪ ব্যবধানে। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সাবালেঙ্কা। অস্ট্রেলীয় ওপেন পেল নতুন মহিলা চ্যাম্পিয়ন।
শনিবার রড লেভার এরিনায় ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সাবালেঙ্কা ও রাবাকিনা। পঞ্চম বাছাই সাবালেঙ্কা ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে ম্যাচ জেতেন। হারিয়ে দেন ২২তম বাছাই রাবাকিনাকে। সেই রাবাকিনা, যিনি গত উইম্বলডনে চ্যাম্পিয়ন। প্রথম সেট জিতেও নেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে কার্যত দাঁড়াতে পারেননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)