Axar Patel replies Rohit: অক্ষরের প্রশংসা করে গুজরাতিতে টুইট রোহিতের, জবাবে কী লিখলেন পটেল?
Axar Patel: দ্বিতীয় ওয়ান ডেতে অক্ষর ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন অক্ষর। এই অসামান্য ইনিংসের পর সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অক্ষরকে প্রশংসায় ভরিয়ে দেন। বাদ যাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও।
পোর্ট অফ স্পেন: সিনিয়রদের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (IND vs WI ODI) প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে কব্জা করে নিয়েছে ভারতীয় দল। প্রথম ওয়ান ডে যেখানে মাত্র তিন রানে জিতেছিল, সেখানে দ্বিতীয় ওয়ান ডে দুই উইকেট জেতে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে দলের নায়ক অক্ষর পটেল (Axar Patel)।
রোহিতের প্রশংসা
বল হাতে এক উইকেট নেওয়ার পর, সাত নম্বরে ব্যাট করতে নেমে অক্ষর ৩৫ বলে ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার সুবাদেই ম্যাচ জেতে ভারত। এই অসামান্য ইনিংসের পর সমর্থক থেকে বিশেষজ্ঞ, সকলেই অক্ষরকে প্রশংসায় ভরিয়ে দেন। বাদ যাননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। তিনি সোশ্যাল মিডিয়ায় অক্ষরকে বাহবা দেন। তবে একেবারে গুজরাতি ভাষায়। সেই পোস্ট নিয়ে কার্যত হইচই পড়ে যায়। রোহিত যা লেখেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, 'গতকাল টিম ইন্ডিয়া অসাধারণ পারফর্ম করেছে। বাপু সবকিছু ঠিক আছে।'
Badhu saru che rohit bhai 😎 thanks.. cheers 🤝 https://t.co/tzxRzLXy4L
— Akshar Patel (@akshar2026) July 25, 2022
অক্ষরের জবাব
এরপর অক্ষরও তার অধিনায়ককে একইভাবে জবাব দিয়ে লেখেন, 'বাপু ঠিক আছে রোহিত ভাই। ধন্যবাদ।' রবীন্দ্র জাডেজা সিরিজ শুরুর আগে আহত হওয়ার ফলেই ভারতীয় একাদশে অক্ষর পটেল সুযোগ পান। প্রথম ম্যাচে আহামরি পারফর্ম না করলেও, দ্বিতীয় ম্যাচে কিন্তু এই ঝোড়ো ইনিংসে তিনি নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। ৩১২ রানের বড় লক্ষ্য় তাড়া করতে নেমে ভারতীয় দলের শেষ ১১ ওভারে ১০৭ রানের প্রয়োজন ছিল। তখনই ব্যাটে নেমে চাপের মুখে অক্ষরের এই ইনিংস দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স, টিম ধবনের প্রশংসায় রোহিত