এক্সপ্লোর
ভারতকে গর্বিত করেছ তুমি: সিন্ধুকে অভিনন্দন জানালেন বিগ বি, এসআরকে

মুম্বই: ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ জয়ী পি ভি সিন্ধুকে অভিনন্দন জানালেন মেগাস্টার অমিতাভ বচ্চন। টুইটারে তিনি লিখেছেন, ক্যারোলিনা মারিনকে হারিয়ে অলিম্পিক ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছেন সিন্ধু।
T 2482 - @pvsindhu1 wins #IndiaSS title ..HUGE congratulations ! Sweet revenge, after the Olympic loss .. but this one more convincing !! pic.twitter.com/HRXJGH0yxW
— Amitabh Bachchan (@SrBachchan) April 2, 2017
টুইটারেই শাহরুখ খানও অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকাকে। বলেছেন, সকলকে গর্বিত করেছেন তিনি। Super performance by @Pvsindhu1. Congratulations and thanks for making us proud.
— Shah Rukh Khan (@iamsrk) April 2, 2017
এটাই সিন্ধুর প্রথম ইন্ডিয়া ওপেন সুপার সিরিজ খেতাব। ফাইনালে তিনি ২১-১৯, ২১-১৬ ফলে হারিয়েছেন স্পেনের ক্যারোলিনা মারিনকে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















