এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বল বিকৃতি: স্মিথ ও ওয়ার্নারের এক বছর নির্বাসন, ব্যানক্রফ্টের ৯ মাস,ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার
![বল বিকৃতি: স্মিথ ও ওয়ার্নারের এক বছর নির্বাসন, ব্যানক্রফ্টের ৯ মাস,ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার Ball-Tampering Row: Steve Smith, David Warner Banned For 12 Months By Cricket Australia. Cameron Bancroft Out For 9 Months বল বিকৃতি: স্মিথ ও ওয়ার্নারের এক বছর নির্বাসন, ব্যানক্রফ্টের ৯ মাস,ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/28142210/warner-smith-bancroft-580x372.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: বল বিকৃতি বিতর্কে পদচ্যুত অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কড়া শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই দুই ক্রিকেটারকে ১ বছরের জন্য নির্বাসনে পাঠাল সিএ। ব্যানক্রফ্টকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে এই ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করে সিএ। এই তিন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকা থেকে চলে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে হলুদ রঙের একটা জিনিস দিয়ে বলে ঘষতে দেখা গিয়েছিল ব্যানক্রফ্টকে। দিনের শেষে সাংবাদিক বৈঠকে বল-বিকৃতির অভিযোগ স্বীকার করেন স্মিথ ও ব্যানক্রফ্ট। এই ঘটনায় ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সমালোচনায় সরব হয় ক্রিকেট মহল। সিএ পুরো ঘটনা জানতে দুই সদস্যের একটি দল কেপটাউনে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
কঠোর মনোভাব দেখান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিভিন্ন মহলের চাপে স্মিথ অধিনায়ক ও ওয়ার্নার সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান।
আইসিসি স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ব্যানক্রফ্টকে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়।
এরইমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে দোষী সাব্যস্ত হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট।
মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে অ্যাসেজ হেরে যাওয়ার পর স্মিথ অধিনায়ক হন।
৩৪ টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। জয়ী হয়েছেন ১৮ টেস্টে। হার ১০ টি টেস্টে, ড্র ৬ টি।
বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ওপেনার ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট খেলে ৮৫৪০ রান সংগ্রহ করেছেন। গড় ৪৮.২০। সেঞ্চুরি ২১ এবং হাফসেঞ্চুরি ২৯ টি।
১০৬ টি একদিনেক ম্যাচে ৪৩.৪৩ গড়ে ৪৩৪৩ রান করেছেন ওয়ার্নার। তাঁর কেরিয়ারে রয়েছে ১৪ সেঞ্চুরি ও ১৭ টি হাফসেঞ্চুরি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)