এক্সপ্লোর
Advertisement
ওয়ার্নারের সঙ্গে ফের ওপেনিং শুরু করতে মুখিয়ে রয়েছেন ব্যানক্রফ্ট
সিডনি: বল বিকৃতিকাণ্ডের জেরে নয় মাসের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ক্যামেরন ব্যানক্রফ্ট। ফের ডেভিনার ওয়ার্নারের সঙ্গে অস্ট্রেলিয়া দলের ওপেনিং জুটি শুরু করতে আগ্রহী তিনি। বলেছেন, ওয়ার্নারের প্রতি তাঁর আর কোনও বিদ্বেষ নেই। দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনার পর নয় মাসের নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে ব্যানক্রফ্টের। এই ঘটনায় স্টিভ স্মিথ ও ওয়ার্নারের নির্বাসনের মেয়াদ শেষ হতে এখনও তিন মাস বাকি।
গত মাসে এক সাক্ষাত্কারে ব্যানক্রফ্ট বলেছিলেন, ওয়ার্নারই তাঁকে বলের বিকৃতি ঘটাতে বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে কোনও কোনও মহলের বক্তব্য, ব্যানক্রফ্টের সঙ্গে ওয়ার্নারের সম্পর্ক এখন মেরামতের অতীত। কিন্তু এ ধরনের বক্তব্য উড়িয়ে ব্যানক্রফ্ট বলেছেন, এ ধরনের কোনও অনুভূতি তাঁর নেই এবং ওয়ার্নার ও স্মিথ-উভয়ের সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে।
এক প্রশ্নের উত্তরে ২৬ বছরের ব্যানক্রফ্ট বলেছেন, তাঁরা একসঙ্গেই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এই কঠিন সময়ে তাঁরা একে অপরের পাশে ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
ব্যানক্রফ্ট বলেছেন, তিনি সেই দিনটার দিকে তাকিয়ে রয়েছেন, যেদিন আবার ওয়ার্নারের সঙ্গে খেলতে নামবেন। ক্রিকেটার হিসেবে ওয়ার্নারের প্রশংসাও করেছেন তিনি।
ব্যানক্রফ্ট বলেছেন, তাঁর মতো প্লেয়াররা সব সময়ই ওয়ার্নারের মতো প্লেয়ারদের পাশে পেতে চাইবে।
ব্যানক্রফ্ট এখন বিগ ব্যাশ লিগে খেলছেন। গত বুধবার পারথ স্কোরচারের হয়ে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেলেছেন।
চলতি বছরের শেষের দিকে ডারহামের হয়ে কাউন্টি খেলবেন। তাঁর লক্ষ্য এখন ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়া দলে জায়গা করে নেওয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement