Mahmudullah Test Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ
Mahmudullah Test Retirement: টি-টোয়েন্টি(t20) ফর্ম্যাটে এই মুহূর্তে অধিনায়ক রয়েছেন তিনি বাংলাদেশের। মাহমুদুল্লাহ (mahmudullah) নিজের সোশ্যাল মিডিয়ায় টেস্টকে বিদায় জানানোর খবর নিজেই জানিয়েছেন।
ঢাকা: টেস্ট (test) ক্রিকেটকে বিদায় জানালেন বাংলার অভিজ্ঞ তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ (mahmudullah riyad)। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে অধিনায়ক রয়েছেন তিনি বাংলাদেশের। মাহমুদুল্লাহ নিজের সোশ্যাল মিডিয়ায় টেস্টকে বিদায় জানানোর খবর নিজেই জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে লিখেছেন, ‘সরকারি ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অভিষেক এবং শেষ টেস্টে ম্যাচের সেরা হয়েছিলাম। টেস্ট ক্রিকেটে অসাধারণ একটা রাস্তা পেরিয়ে এসেছি। পরিবার, সতীর্থ, কোচ এবং বোর্ডকে অনেক ধন্যবাদ’। পরে একটি বিবৃতিতে তিনি লিখেছেন, “বরাবরই মাথা উঁচু করে বিদায় নিতে চেয়েছিলাম। আমার মতে, এটাই সরে যাওয়ার সেরা সময়।”
I am officially announcing my retirement from test cricket. I received the Man of the match award both in my debut & the last test match. Alhamdulillah, It has been a wonderful journey in test cricket. I would like to thank my family, teammates, coaches & BCB for their support. pic.twitter.com/WDEyoKLX4S
— Mahmudullah Riyad (@Mahmudullah30) November 24, 2021
চলতি বছর জুন-জুলাইতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরেছিলেন রিয়াদ। সেখানে টেস্টে ১৫০ রানের একটি ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালের ৯ জুলাই কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহর। দেশের হয়ে ৫০টি টেস্টে ২৯১৪ রান করেছেন মাহমুদুল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। অবশেষে ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলে অপরিহার্য অঙ্গ মাহমুদুল্লাহ। সীমিত ওভারের ক্রিকেটে এখনও যদিও খেলবেন মাহমুদুল্লাহ। দলের প্রয়োজনে কখনও টপ অর্ডার, কখনও মিডল অর্ডার সব পজিশনেই ব্যাট করেছেন। বল হাতেও দলকে ভরসা জুগিয়েছেন এই অলরাউন্ডার।