এক্সপ্লোর
আইসিসি-র নিষেধাজ্ঞা সত্ত্বেও ত্রিদেশীয় সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়ের অনুরোধেই তাদের নেওয়া হয়েছে।

ফাইল ছবি
ঢাকা: আইসিসি সম্প্রতি জিম্বাবোয়েকে নির্বাসিত করেছে। কিন্তু তা সত্ত্বেও আগামী মাসে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশে হবে এই টি-২০ সিরিজ। এ বিষয়ে এখনও আইসিসি-র প্রতিক্রিয়া মেলেনি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমাদের জানানো হয়েছে, জিম্বাবোয়েকে শুধু আইসিসি প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হয়েছে। ওদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অসুবিধা নেই। সেই কারণেই আমরা ওদের এই সিরিজে রেখেছি।’ ১৩ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। তার আগে বাংলাদেশ-আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, প্রথমে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। কিন্তু জিম্বাবোয়ের অনুরোধেই তাদের নেওয়া হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















