এক্সপ্লোর
Advertisement
নভেম্বরে ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, সারা বছরের ঘরের মাঠের সিরিজের দিন ঘোষণা বোর্ডের
২০১৭য় বাংলাদেশ ভারতে হায়দরাবাদে একটি মাত্র টেস্ট খেলতে আসে। এবারই প্রথম ভারতের মাটিতে প্রথম সম্পূর্ণ সিরিজ খেলবে তারা।
নয়াদিল্লি: নভেম্বরে ভারতের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসছে বাংলাদেশ। তারই সূচি ঘোষণা করল বিসিসিআই। এদেশে তিনটি টি-২০ ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।
বিসিসিআই আসন্ন মরশুমে ঘরোয়া সিরিজের মোট ৫টি টেস্ট, ৯টি ওয়ান ডে ও ১২টি টি-২০ ম্যাচের সূচী ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি টেস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, দুটি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-২০ ও টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলা হবে দিল্লিতে।দুটি টেস্ট খেলা হবে ইন্দৌর ও কলকাতায়। নভেম্বরে ইডেনে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
২০১৭য় বাংলাদেশ ভারতে হায়দরাবাদে একটি মাত্র টেস্ট খেলতে আসে। এবারই প্রথম ভারতের মাটিতে প্রথম সম্পূর্ণ সিরিজ খেলবে তারা।
নভেম্বরে বাংলাদেশ দেশে ফিরে গেলে, ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবিয়ানদের সঙ্গে ডিসেম্বরে ৩টি টি-২০ ও ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। তারপর জানুয়ারিতে দেশে আসছে জিম্বাবোয়ে। ওই মাসেই অজিরাও মাঠে নামছে ভারতের বিপক্ষে। যদিও শিডিউল নিয়ে অজি বোর্ডের সঙ্গে মতের ফারাক ছিল বিসিসিআইয়ের। পরে অবশ্য সবদিক বিচার করেই তৈরি হয়েছে ম্যাচ তালিকা।
মার্চে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সফর দিয়ে শেষ হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম।
দেখে নিন, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সারা বছরের ক্রীড়াসূচিঃ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্রিডম ট্রফির সূচি, ২০১৯
ভারতে বাংলাদেশের ক্রীড়াসূচি, ২০১৯
ভারতে ওয়েস্ট ইন্ডিজের ক্রীড়াসূচি, ২০১৯
ভারতে জিম্বাবোয়ের ক্রীড়াসূচি, ২০২০
ভারতে অস্ট্রেলিয়ার ক্রীড়াসূচি, ২০২০
প্রথম টি-২০ | ১৫ সেপ্টেম্বর | ধর্মশালা |
দ্বিতীয় টি-২০ | ১৮ সেপ্টেম্বর | মোহালি |
তৃতীয় টি-২০ | ২২ সেপ্টেম্বর | বেঙ্গালুরু |
প্রথম টেস্ট | ২-৬ অক্টোবর | ভাইজাগ |
দ্বিতীয় টেস্ট | ১০-১৪ অক্টোবর | রাঁচি |
তৃতীয় টেস্ট | ১৯-২৩ অক্টোবর | পুণে |
প্রথম টি-২০ | ৩ নভেম্বর | নয়াদিল্লি |
দ্বিতীয় টি-২০ | ৭ নভেম্বর | রাজকোট |
তৃতীয় টি-২০ | ১০ নভেম্বর | নাগপুর |
প্রথম টেস্ট | ১৪-১৮ নভেম্বর | ইন্দৌর |
দ্বিতীয় টেস্ট | ২২-৩৬ নভেম্বর | কলকাতা |
প্রথম টি-২০ | ৬ ডিসেম্বর | মুম্বই |
দ্বিতীয় টি-২০ | ৮ ডিসেম্বর | তিরুঅনন্তপুরম |
তৃতীয় টি-২০ | ১১ ডিসেম্বর | হায়দরাবাদ |
প্রথম ওয়ান ডে | ১৫ ডিসেম্বর | চেন্নাই |
দ্বিতীয় ওয়ান ডে | ১৮ ডিসেম্বর | ভাইজাগ |
তৃতীয় ওয়ান ডে | ২২ ডিসেম্বর | কটক |
প্রথম টি-২০ | ৫ জানুয়ারি | গুয়াহাটি |
দ্বিতীয় টি-২০ | ৭ জানুয়ারি | ইন্দৌর |
তৃতীয় টি-২০ | ১০ জানুয়ারি | পুণে |
প্রথম ওয়ান ডে | ১৪ জানুয়ারি | মুম্বই |
দ্বিতীয় ওয়ান ডে | ১৭ জানুয়ারি | রাজকোট |
তৃতীয় ওয়ান ডে | ১৯ জানুয়ারি | বেঙ্গালুরু |
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement